Advertisment

পজিটিভিটি রেট-মৃত্যু কমলেও রাজ্যে বাড়ল সংক্রমণের হার, শীর্ষে কলকাতা

রাজ্যের করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রে।

author-image
IE Bangla Web Desk
New Update
India reports COVID19 omicron cases 4 march 2022

চলছে নমুনা পরীক্ষা। ছবি: শশী ঘোষ

দৈনিক সংক্রমণ কিছুটা বাড়লেও রাজ্যের করোনা গ্রাফ কিছুটা স্বস্তিরই। কমেছে পজিটিভি রেট ও কোভিডে প্রাণহানির সংখ্যা। তবে, সংক্রমণ ও মৃত্যুর নিরিখে ফের বাংলার শীর্ষে কলকাতা।

Advertisment

মঙ্গলবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৪ জন। গতদিন দৈনিক সংক্রমিতের সংখ্যা ছিল, ১ হাজার ৯৯০ জন। এ রাজ্যে সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লক্ষ ৯৭ হাজার ৫৩০ জন।

দৈনিক সুস্থতার হার কমেছে। গতদিন ৭ হাজার ৭২৭ জন সুস্থ হলেও এ দিন সেই সংখ্যা কমে হয়েছে ৫ হাজার ৫৪৮ জন। তবে শতাংশের বিচারে বেড়েছে সুস্থার হার (৯৭.৮৬%)।

নিম্নমুখী পজিটিভিটি রেট। মঙ্গলবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের বলেটিন অনুযায়ী পশ্চিমবঙ্গে করোনার পজিটিভিটি রেট ৮.০৯ শতাংশ। অ্যাকটিভ রোগীর সংখ্যা গত দিনের তুলনায় কমেছে ৩ হাজার ৫৬৭ জন। বর্তমানে রাজ্যে কোভিড সক্রিয় রোগীক সংখ্যা ২২ হাজার ১৪২ জন।

টানা কয়েক সপ্তাহ ধরে এ রাজ্যে করোনার প্রাণহানির সংখ্যা ৩০-য়ের উপরই রয়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩৩ জনের। যা তা আগের দিন ছিল ৩৬। বঙ্গে মৃত্যু হার ১.০৩ শতাংশ।

আক্রান্তের নিরিখে রাজ্যে ফের শীর্ষে কলকাতা। উত্তর ২৪ পরগনায় আক্রান্তের হার বাড়লেও এই জেলা রয়েছে দ্বিতীয়স্থানে। কলকাতায় দৈনিক করোনা সংক্রমিত হয়েছেন ২৬৫ জন। মৃত ৬ জন। এরপরই তালিকায় রয়েছে, উত্তর ২৪ পরগনা (আক্রান্ত, ২৩৪, মৃত ৯), হুগলি (আক্রান্ত, ১৩৮, মৃত ২), দক্ষিণ ২৪ পরগনা (আক্রান্ত, ১৩৬, মৃত ২), কোচবিহার (আক্রান্ত, ১১৪, মৃত ০)।

দৈনিক নমুনা পরীক্ষার সংখ্যা ৪৯ হাজার ৩০১। গত ২৪ ঘন্টায় করোনা টিকাকরণ হয়েছে ৬ লাখ ৮ হাজার ৮৮৬ জনের। এর মধ্যে দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪ লাখ ৭৭ হাজার ৮১৬ জন ও প্রথন ডোজ পেয়েছেন ৬৭ হাজার ৬৬৯ জন।

corona Bengal Corona Corona in bengal Bengal Corona today Kolkata corona
Advertisment