দৈনিক সংক্রমণ আবারও ২ হাজারের নীচে। কমল রাজ্যে কোভিডের পজিটিভিটি রেটও। কিন্তু মৃত্যুর সংখ্যা কিছুতেই কমছে না। যা নিয়েই চিন্তায় বাংলার স্বাস্থ্যকর্তারা। সংক্রমণ ও মৃত্যুর নিরিখে ফের বাংলার শীর্ষে কলকাতা।
বৃহস্পতিবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯১৬ জন। গতদিন দৈনিক সংক্রমিতের সংখ্যা ছিল, ২ হাজার ৭২৩ জন। এ রাজ্যে সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ২০লক্ষ ৬০ হাজার ১৬৯ জন।
দৈনিক সুস্থতার হার কমেছে। গতদিন ২ হাজার ৯৫০ জন সুস্থ হলেও এ দিন সেই সংখ্যা কমে হয়েছে ২ হাজার ৬১৬ জন। তবে শতাংশের বিচারে বেড়েছে সুস্থার হার (৯৭.৮৭%)।
নিম্নমুখী পজিটিভিটি রেট। বৃহস্পতিবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের বলেটিন অনুযায়ী পশ্চিমবঙ্গে করোনার পজিটিভিটি রেট ৩.৯৪ শতাংশ। অ্যাকটিভ রোগীর সংখ্যা গত দিনের তুলনায় কমেছে ৭৩৪ জন। বর্তমানে রাজ্যে কোভিড সক্রিয় রোগীক সংখ্যা ২১ হাজার ১৪৬ জন।
টানা কয়েক সপ্তাহ ধরে এ রাজ্যে করোনার প্রাণহানির সংখ্যা ৩০-য়ের উপরই রয়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩৬ জনের। যা তা আগের দিন ছিল ৩৫। বঙ্গে মৃত্যু হার ১.০৩ শতাংশ।
আক্রান্তের নিরিখে রাজ্যে ফের শীর্ষে কলকাতা। কলকাতায় দৈনিক করোনা সংক্রমিত হয়েছেন ২৭৭ জন। মৃত ৫ জন। এরপরই তালিকায় রয়েছে, উত্তর ২৪ পরগনা (আক্রান্ত- ২৩৮, মৃত ৬), নদিয়া (আক্রান্ত- ১৪৩, মৃত ১), দার্জিলিং (আক্রান্ত- ১৩৬, মৃত ১), দক্ষিণ ২৪ পরগনা (আক্রান্ত- ১০২, মৃত ৪), বীরভূম (আক্রান্ত- ৯৩, মৃত ২)।
দৈনিক নমুনা পরীক্ষার সংখ্যা ৪৮ হাজার ৬৮১। গত ২৪ ঘন্টায় করোনা টিকাকরণ হয়েছে ২ লাখ ৭০ হাজার৬০১২৫ জনের। এর মধ্যে দ্বিতীয় ডোজ পেয়েছেন ২ লাখ ০৪ হাজার ৭৬০ জন ও প্রথন ডোজ পেয়েছেন ২৯ হাজার ৬৮১ জন।