বাংলায় সংক্রমণ একধাক্কায় অনেকটা কমলেও এখনও ভাবাচ্ছে মৃত্যুর সংখ্যা। সোমবার সামান্য বেড়েছে দৈনিক মৃত্যুর হার। নিম্নমুখী পজিটিভিটি রেটও।
সোমবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বাংলার কোভিড গ্রাফে অনুসারে, গত ২৪ ঘন্টায় কোভিড আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৯০ জন। যা গতদিন ছিল ৩ হাজার ৪২৭ জন। এ রাজ্যে সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লক্ষ ৯৫ হাজার ৫১৬ জন।
দৈনিক সুস্থতার হার কমেছে। গতদিন ৯ হাজার ৭৫০ জন সুস্থ হলেও এ দিন সেই সংখ্যা কমে হয়েছে ৭ হাজার ৭২৭ জন। তবে শতাংশের বিচারে বেড়েছে সুস্থার হার (৯৭.৬৮%)।
নিম্নমুখী পজিটিভিটি রেট। সোমবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের বলেটিন অনুযায়ী পশ্চিমবঙ্গে করোনার পজিটিভিটি রেট ৫.৪৯ শতাংশ। অ্যাকটিভ রোগীর সংখ্যা গত দিনের তুলনায় কমেছে ৫ হাজার ৮৫৩ জন। বর্তমানে রাজ্যে কোভিড সক্রিয় রোগীক সংখ্যা ২৫ হাজার ৭০৯ জন।
টানা কয়েক সপ্তাহ ধরে এ রাজ্যে করোনার প্রাণহানির সংখ্যা ৩০-য়ের উপরই রয়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩৬ জনের। যা তা আগের দিন ছিল ৩৩। বঙ্গে মৃত্যু হার ১.০৩ শতাংশ।
আক্রান্তের নিরিখে রাজ্যে ফের শীর্ষে উত্তর ২৪ পরগনা। কলকাতায় আক্রান্তের হার গত ২৪ ঘন্টায় অনেকটাই কমেছে। উত্তর ২৪ পরগনায় দৈনিক করোনা সংক্রমিত হয়েছেন ২৩৩ জন। মৃত ১৩ জন। এরপরই তালিকায় রয়েছে, কলকাতা (আক্রান্ত, ১৭৯, মৃত ৫), দার্জিলিং (আক্রান্ত, ১৫০, মৃত ০), হুগলি (আক্রান্ত, ১৪১, মৃত ০), কোচবিহার (আক্রান্ত, ১৪০, মৃত ০), নদিয়া (আক্রান্ত, ১৩৭, মৃত ৩)। উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলিতে সংক্রমণের হার বাড়ছে।
দৈনিক নমুনা পরীক্ষার সংখ্যা ৩৪ হাজার ৮১৭। গত ২৪ ঘন্টায় করোনা টিকাকরণ হয়েছে ৭৪ হাজার ৬৯১ জনের। এর মধ্যে দ্বিতীয় ডোজ পেয়েছেন ৬৪ হাজার ৯৯৪ জন। ও প্রথন ডোজ পেয়েছেন ৫ হাজার ৬৩ জন।