Advertisment

কমলেও বাংলায় করোনায় দৈনিক মৃত্যু ৩০-র উপরেই, আরও নিম্নমুখী আক্রান্তের সংখ্যা

তবে সামান্য বেড়েছে পজিটিভিটি রেট। সংক্রমণ ও মৃত্যুর নিরিখে ফের বাংলার শীর্ষে উত্তর ২৪ পরগনা।

author-image
IE Bangla Web Desk
New Update
Corona daily cases updates in westbengal 21 february 2022

চলছে করোনা পরীক্ষা।

রাজ্যের কোভিড গ্রাফে স্বস্তি। কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। মৃত্যুর হার ৩০-য়ের উপরে থাকলেও তা গত দিনের তুলনায় কম। তবে সামান্য বেড়েছে পজিটিভিটি রেট। সংক্রমণ ও মৃত্যুর নিরিখে ফের বাংলার শীর্ষে উত্তর ২৪ পরগনা।

Advertisment

শনিবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৫ জন। গতদিন দৈনিক সংক্রমিতের সংখ্যা ছিল, ১ হাজার ৫২৩ জন। এ রাজ্যে সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ২০লক্ষ ০৫ হাজার ০৩৭ জন।

দৈনিক সুস্থতার হার কমেছে। গতদিন ২ হাজার ৪২১ জন সুস্থ হলেও এ দিন সেই সংখ্যা কমে হয়েছে ২ হাজার ২৫১ জন। তবে শতাংশের বিচারে বেড়েছে সুস্থার হার (৯৮%)।

সামান্য বেড়েছে পজিটিভিটি রেট। বৃহস্পতিবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের বলেটিন অনুযায়ী পশ্চিমবঙ্গে করোনার পজিটিভিটি রেট ৩.৬৬ শতাংশ। অ্যাকটিভ রোগীর সংখ্যা গত দিনের তুলনায় কমেছে ৯৩৭ জন। বর্তমানে রাজ্যে কোভিড সক্রিয় রোগীক সংখ্যা ১৯ হাজার ২৭৬ জন।

টানা ২২ দিন ধরে এ রাজ্যে করোনার প্রাণহানির সংখ্যা ৩০-য়ের উপরই রয়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩১ জনের। যা তা আগের দিন ছিল ৩৫। বঙ্গে মৃত্যু হার ১.০৪ শতাংশ।

আক্রান্তের নিরিখে রাজ্যে ফের শীর্ষে উত্তর ২৪ পরগনা। এই জেলায় দৈনিক করোনা সংক্রমিত হয়েছেন ২৭৩ জন। মৃত ৪ জন। এরপরই তালিকায় রয়েছে, কলকাতা (আক্রান্ত- ১৫৯, মৃত ৮), জলপাইগুলি (আক্রান্ত- ৯৮ মৃত ৩), দার্জিলিং (আক্রান্ত- ৯১, মৃত ৫), নদিয়া (আক্রান্ত- ৭০, মৃত ০)।

দৈনিক নমুনা পরীক্ষার সংখ্যা ৩৬ হাজার ৭৭২। গত ২৪ ঘন্টায় করোনা টিকাকরণ হয়েছে ২ লাখ ৭০ হাজার৬১২ জনের। এর মধ্যে দ্বিতীয় ডোজ পেয়েছেন ২ লাখ ১৭ হাজার ০৩৯ জন ও প্রথম ডোজ পেয়েছেন

Corona Bengal Bengal Corona Corona in bengal Bengal Corona today corona Kolkata corona
Advertisment