Advertisment

বঙ্গে ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ, উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা-উঃ২৪ পরগনা

তবে ৩০-য়ের নীচে মৃত্যুর সংখ্যা। পজিটিভিটি রেটের সামান্য হেরফের হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
India reports 3,207 new Covid 19 cases 9 May 2022

চলছে নমুনা সংগ্রহের কাজ। ছবি- শশী ঘোষ

রাজ্যে করোনায় দৈনিক সংক্রমণের হার আরও বাড়ল। তবে ৩০-য়ের নীচে মৃত্যুর সংখ্যা। পজিটিভিটি রেটের সামান্য হেরফের হয়েছে। গোটা বাংলায় সংক্রমণের নিরিখে জেলাগুলির মধ্যে শীর্ষে উত্তর ২৪ পরগনা। প্রাণহানি সংখ্যা কলকাতায় বেশি।

Advertisment

মঙ্গলবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৮৮৪ জন। গতদিন এই পরিসংখ্যান ছিল ৭৩৬। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০ লক্ষ ০৮ হাজার ১৩৩ জন।

দৈনিক সুস্থতার সংখ্যা ১ হাজার ৪৭০ জন। গতদিন যা ছিল ১ হাজার ৫৫৯ জন। শতাংশের বিচারে বেড়েছে সুস্থার হার (৯৮.১৯%)।

পজিটিভিটি রেটের সামান্য হেরফের হয়েছে। সোমবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের বলেটিন অনুযায়ী পশ্চিমবঙ্গে করোনার পজিটিভিটি রেট ১.৮৯ শতাংশ। অ্যাকটিভ রোগীর সংখ্যা গত দিনের তুলনায় কমেছে ৬১৪ জন। বর্তমানে রাজ্যে কোভিড সক্রিয় রোগীক সংখ্যা ১৫ হাজার ৩৯৫ জন।

রাজ্যে গত ২৪ ঘন্টায় ফের কোভিডে প্রাণহানির সংখ্যা ৩০-য়ের নীচে। মৃত্যু হয়েছে ২৮ জনের। যা গতদিন ছিল ৩২। বঙ্গে মৃত্যু হার ১.০৪ শতাংশ।

আক্রান্তের নিরিখে রাজ্যে ফের শীর্ষে উত্তর ২৪ পরগনা। এই জেলায় দৈনিক করোনা সংক্রমিত হয়েছেন ১৩২ জন। মৃত ১ জন। এরপরই তালিকায় রয়েছে, কলকাতা (আক্রান্ত- ১০২, মৃত- ৩), নদিয়া (আক্রান্ত- ৭৯, মৃত- ০), জলপাইগুড়ি (আক্রান্ত- ৪৬ মৃত- ৪), হুগলি (আক্রান্ত- ৪৪, মৃত- ১)।

দৈনিক নমুনা পরীক্ষার সংখ্যা ৪৬ হাজার ৮৩৬। গত ২৪ ঘন্টায় করোনা টিকাকরণ হয়েছে ৬ লাখ ২০ হাজার ৩২৭ জনের। এর মধ্যে দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫ লক্ষ ২৩ হাজার ৯৭৫ জন ও প্রথম ডোজ পেয়েছেন ৪২ হাজার ৫১০ জন।

Bengal Corona Corona in bengal Bengal Corona today corona Kolkata corona Corona Death
Advertisment