Advertisment

রাজ্যে বাড়ল করোনার দৈনিক সংক্রমণ-অ্যাকটিভ কেস, চিন্তার কেন্দ্রে সেই উঃ২৪ পরগনা

তবে গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা কমেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
India reports 3,207 new Covid 19 cases 9 May 2022

চলছে নমুনা সংগ্রহের কাজ। ছবি- শশী ঘোষ

বাংলায় দৈনিক করোনা সংক্রমণের হার কিছুটা বাড়ল। ফলে বড়েছে পজিটিভিটি রেটও। ফলে চিন্তার ভাঁজও বাড়ল। তবে গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা কমেছে।

Advertisment

রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৬৯ জন। যা গতদিন ছিল ৪ হাজার ৪৯৪। এ রাজ্যে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৯ লক্ষ ৭৯ হাজার ২৫৪ জন।

নিম্নমুখী দৈনিক সুস্থতার হার। গতদিন রাজ্যে একদিনে কোভিডমুক্ত হয়েছিলেন ১৮ হাজার ৮২৫ জন। বুধবারের পরিসংখ্যানে সেই সংখ্যা কমে হয়েছে ১৭ হাজার ৭৩৪ জন। তবে শতাংশের নিরিখে বাংলায় সুস্থ হওয়ার হার উর্ধ্বমুখী (৯৫.৫৬ শতাংশ)।

সংক্রম বাড়ায় পাল্লা দিয়ে বেড়েছে অ্যাকটিভ কেসও। গতদিন যা ছিল ৭.১২ শতাংশ, বুধবারের পরিসংখ্যানে তা বেড়ে দাঁড়িয়েছে ৭.৩২ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬৭ হাজার ৩৬৯ জন।

তবে মৃতের সংখ্যা কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনার বলি ৩৪ জন (আগের দিন ছিল ৩৬)। এখনও পর্যন্ত মোট ২০ হাজার ৪৪৫ জনের প্রাণহানি হয়েছে।

দৈনিক সংক্রমণের নিরিখে সবচেয়ে এগিয়ে উত্তর ২৪ পরগনা। এই জেলায় আক্রান্তের সংখ্যা ৬৫৯ জন, প্রাণ গিয়েছে ৭ জনের। তালিকায় তারপরই রয়েছে কলকাতা (আক্রান্ত ৬৫৪ জন, মৃত ৬), দক্ষিণ ২৪ পরগনা (আক্রান্ত ৪০৯ জন, মৃত ১), বীরভূম (আক্রান্ত ৩১৯ জন, মৃত ৩), নদিয়া (আক্রান্ত ২৯৬জন, মৃত ০)।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৬৭ হাজার ৮৬২টি। ২৬ জানুয়ারি টিকা নিয়েছেন ৬ লক্ষ ৩৩ হাজার ৩৬০ জন। তার মধ্যে ৭৫ হাজার ৪৯ জন প্রথম ডোজ নিয়েছেন। বাকি ৫ লক্ষ ৫ হাজার ৬৭৭ জন টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন।

Corona Vaccination Corona Bengal Bengal Corona Corona in bengal Bengal Corona today corona Kolkata corona Corona Death
Advertisment