New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/01/corona-vaccine-children.jpg)
টিকাকরণ জীবন বাঁচাতে পারে
ভয়াবহ করোনার প্রকোপ মুক্তির পথে রাজ্য। মঙ্গলবার স্বাস্থ্যদফতর প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে ৬৮ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০ লক্ষ ১৫ হাজার ৯৮০ জন। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১০৫। মোট করোনা জয়ীর সংখ্যা ১৯ লক্ষ ৯৩ হাজার ২৫০ জন। বাংলায় সুস্থতার হার ৯৮.৮৭ শতাংশ।
Advertisment
পজিটিভিটি রেট কমে ০.৩২ শতাংশ। যা সোমবারের তুলনায় কিছুটা কম।
তবে এদিন বাংলায় করোনার জেরে প্রাণ গিয়েছে ১ জনের। সোমবার কোভিডে মৃতের সংখ্যা ছিল শূন্য। এখনও পর্যন্ত রাজ্যে করোনার বলি ২১ হাজার ১৮১ জন।
গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ২১ হাজার ৫৫৬টি। যা গতদিনের তুলনায় বেশি। একদিনে টিকাকরণের হার ১ লক্ষ ৪৮ হাজার ৯৫৩। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৬৯,৭৪৯,০৪২ জন। টিকার দ্বিতীয় ডোজ প্রাপ্তির সংখ্যা ৫৮,৬৮০,৮৬০।
Advertisment