Advertisment

৩ দিন পর বাংলায় দৈনিক করোনা সংক্রমণ ফের একশ-র বেশি, বাড়ল পজিটিভিটি রেট-ও

রাজ্যে এক ধাক্কায় বেশ খানিকটা বাড়ল দৈনিক সংক্রমণের হার। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১০২। মোট করোনা জয়ীর সংখ্যা ১৯ লক্ষ ৯৩ হাজার ৩৫২ জন।

author-image
IE Bangla Web Desk
New Update
corona westbengal daily updates 5 march 2022

সংক্রমণ ফের বাড়ল বাংলায়।

তিন দিন পর ফের রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ একশ ছাড়ালো। বেড়েছে দৈনিক পজিটিভিটি রেট।

Advertisment

বুধবার স্বাস্থ্যদফতর প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে ১১৪ জন। যা মঙ্গলবার ছিল ৬৮ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০ লক্ষ ১৬ হাজার ০৯৪ জন। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১০২। মোট করোনা জয়ীর সংখ্যা ১৯ লক্ষ ৯৩ হাজার ৩৫২ জন। বাংলায় সুস্থতার হার ৯৮.৮৭ শতাংশ।

বাংলায় দৈনিক কোভিড সংক্রমণের পজিটিভিটি রেট গত দিনের তুলনায় বেড়েছে। বুধবার সংক্রমণের পজিটিভিটি রেট ০.৪৯ শতাংশ। যা মঙ্গলবার ছিল ০.৩২ শতাংশ।

করোনার জেরে রাজ্যে প্রাণ গিয়েছে ১ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনার বলি ২১ হাজার ১৮২ জন।

গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ২৩ হাজার ০৩৬টি। যা গতদিনের তুলনায় বেশি। একদিনে টিকাকরণের হার ১ লক্ষ ১৫ হাজার ২৪৫। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৬৯,৭৫৬,৬৫৪ জন। টিকার দ্বিতীয় ডোজ প্রাপ্তির সংখ্যা ৫৮,৭৮১,৭১০ জন।

Bengal Corona Corona in bengal Bengal Corona today kolkata news corona
Advertisment