scorecardresearch

কলকাতায় দৈনিক সংক্রমণের দ্বিগুণ বৃদ্ধি, রাজ্যেও বাড়ল আক্রান্তের হার

কমেছে মৃত্যুর সংখ্যা। পজিটিভিটি রেট-ও নিম্নমুখী।

India reports 2,541 fresh Covid-19 cases 25 april 2022
সামান্য কমল দেশের দৈনিক সংক্রমণ।

রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রেই। তবে, দৈনিক আক্রান্তের হার গতদিনের তুলনায় বেড়েছে। কমেছে মৃত্যুর সংখ্যা। পজিটিভিটি রেট-ও নিম্নমুখী। গত ২৪ ঘন্টায় সংক্রমণের শীর্ষে কলকাতা। আক্রান্তের সংখ্যা গতদিনের তুলনায় দ্বিগুণ বেড়েছে তিলোত্তমায়। করোনায় প্রাণহানির সংখ্যা কলকাতার পাশাপাশি বেশি উত্তর ২৪ পরগনাতেও।

স্বাস্থ্য দফতর প্রকাশিত রাজ্যের করোনা পরিসংখ্যানে, গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৪৮ জন। যা গতদিন ছিল ৩২০ জন। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট সংক্রমিত হয়েছেন ২২ লাখ ১১ হাজার ৫৬৯ জন। দৈনিক সুস্থতার সংখ্যা ১ হাজার ৩২৩ জন। শতাংশের বিচারে সুস্থতার হার ৯৮.৪২ শতাংশ।

বঙ্গে কমেছে কোভিড-১৯ পজিটিভিটি রেট। বর্তমানে পজিটিভিটি রেটের হার ১.১৪ শতাংশ। যা গত দিন ছিল ১.২৯ শতাংশ।

গত ২৪ ঘন্টায় করোনায় এ রাজ্যে প্রাণ হারিয়েছেন ২১ জন। যা সোমবারের তুলনায় ২ জন কম। মোট মৃত্যু বেড়ে হয়েছে ২১ হাজার ৬১ জন। মৃত্যু হার ১.০৫ শতাংশ।

দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা। আক্রান্ত হয়েছেন ৭১ জন। মহানগরে কোভিডে মৃত্যু ৪ জন। একই সংখ্যায় মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনাতেও। সংক্রমণের তালিকায় এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (আক্রান্ত-৪৬), দক্ষিণ ২৪ পরগনা (আক্রান্ত-২৩, মৃত ০), পশ্চিম বর্ধমান (আক্রান্ত- ২০, মৃত-১), হাওড়া (আক্রান্ত-১৫, মৃত ১)।

গত ২৪ ঘন্টায় বাংলায় নমুনা পরীক্ষা হয়েছে ৩০ হাজার ৬৪৪ জনের। করোনা টিকা পেয়েছেন ৩ লাখ ৭৬ হাজার ৯৪ জন। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ২৫ হাজার ২৪৭ এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ লাখ ১৯ হাজার ১৯৭ জন।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Corona daily cases updates in westbengal 15 february 2022