Advertisment

বঙ্গে বাড়ল সংক্রমণের হার, উদ্বেগ বাড়াচ্ছে উঃ ২৪ পরগনা, নিম্নমুখী কলকাতার গ্রাফ

গত দিনের তুলনায় রাজ্যে কোভিড-১৯ পজিটিভিটি রেট সামান্য বাড়ল। বর্তমানে পজিটিভিটি রেটের হার ১.১৮ শতাংশ। যা গত দিন ছিল ১.১৪ শতাংশ।

author-image
IE Bangla Web Desk
New Update
India reports COVID19 omicron cases 4 march 2022

চলছে নমুনা পরীক্ষা। ছবি: শশী ঘোষ

গত ২৪ ঘন্টায় একধাক্কায় রাজ্যে সংক্রমণ বাড়ল বেশ-খানিকটা। তবে নিম্নমুখী মৃত্যুর সংখ্যা। পজিটিভি রেট সামান্য বেড়েছে। দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যুর নিরিখে বাংলার শীর্ষে উত্তর ২৪ পরগনা।

Advertisment

স্বাস্থ্য দফতর প্রকাশিত রাজ্যের করোনা পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে নতুন করে কোভিড সংক্রমিত হয়েছেন ৪৩৯ জন যা গতদিন ছিল ৩৪৮ জন। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট সংক্রমিত হয়েছেন ২০ লাখ ১২ হাজার ০০৮ জন। দৈনিক সুস্থতার সংখ্যা ১ হাজার ৩৬০ জন। শতাংশের বিচারে সুস্থতার হার ৯৮.৪৭ শতাংশ।

গত দিনের তুলনায় রাজ্যে কোভিড-১৯ পজিটিভিটি রেট সামান্য বাড়ল। বর্তমানে পজিটিভিটি রেটের হার ১.১৮ শতাংশ। যা গত দিন ছিল ১.১৪ শতাংশ।

করোনায় এ রাজ্যে প্রাণ হারিয়েছেন ১৮ জন। মঙ্গলবার এই সংখ্যা ছিল ২১। মোট মৃত্যু বেড়ে হয়েছে ২১ হাজার ০৭৯ জন। মৃত্যু হার ১.০৫ শতাংশ।

দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। আক্রান্ত হয়েছেন ৯৫ জন। এই জেলায় করোনায় মৃত্যু হয়েছে ৩ জনের। এরপরই তালিকায় রয়েছে কলকাতা (আক্রান্ত-৫৮, মৃত­- ১), নদিয়া (আক্রান্ত- ২৮, মৃত-২), দক্ষিণ ২৪ পরগনা (আক্রান্ত-২৬, মৃত-১), বীরভূম (আক্রান্ত-২৪, মৃত-৩)।

গত ২৪ ঘন্টায় বাংলায় নমুনা পরীক্ষা হয়েছে ৩৭ হাজার ২১৭ জনের। করোনা টিকা পেয়েছেন ৫ লাখ ২৮ হাজার ৭৮০ জন। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৩৮ হাজার ০৪৯ এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪ লাখ ৫৬ হাজার ৪৮৫ জন।

Corona Bengal Bengal Corona Corona in bengal Bengal Corona today corona Kolkata corona
Advertisment