Advertisment

বাংলায় একধাক্কায় অনেকটা কমল দৈনিক করোনা সংক্রমণ, পজিটিভি রেট ১-এর নীচে

এ রাজ্যে কোভিডে গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন ১৩ জন। দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। আক্রান্ত ৪১ জন। মৃত্যু হয়েছে ৫ জনের।

author-image
IE Bangla Web Desk
New Update
India reports 3,207 new Covid 19 cases 9 May 2022

চলছে নমুনা সংগ্রহের কাজ। ছবি- শশী ঘোষ

গত দু'দিন রাজ্যে দৈনিক সংক্রমণ বৃদ্ধি পেয়েছিল। ফলে আশঙ্কার মেঘ ঘণীভূত হচ্ছিল। কিন্তু শুক্রবার বাংলার কোভিড গ্রাফে স্বস্তির আভাস। একধাক্কায় অনেকটা কমেছে দৈনিক সংক্রমণের হারষ মৃত্যু ও পজিটিভিরেটও নিম্মুখী।

Advertisment

স্বাস্থ্য দফতর প্রকাশিত রাজ্যের করোনা পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে নতুন করে কোভিড সংক্রমিত হয়েছেন ৩১৯ জন। যা গতদিন ছিল ৪৬৭ জন। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট সংক্রমিত হয়েছেন ২০ লাখ ১২ হাজার ৭৯৪ জন। দৈনিক সুস্থতার সংখ্যা ১ হাজার ৩৪৬জন। শতাংশের বিচারে সুস্থতার হার ৯৮.৫৭ শতাংশ। সক্রিয় রোগীর সংখ্যা গত দিনের তুলনায় ১ হাজার ৪০ জন কমে ৭ হাজার ৭৩৬ জন।

গত দিনের তুলনায় রাজ্যে কোভিড-১৯ পজিটিভিটি রেট নিম্নমুখী। বর্তমানে বাংলায় কোভিড পজিটিভিটি রেটের হার .৯০ শতাংশ। যা গত দিন ছিল ১.২৭ শতাংশ।

করোনায় এ রাজ্যে প্রাণ হারিয়েছেন ১৩ জন। মঙ্গলবার এই সংখ্যা ছিল ১৫। মোট মৃত্যু বেড়ে হয়েছে ২১ হাজার ১০৭ জন। মৃত্যু হার ১.০৫ শতাংশ।

দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। আক্রান্ত হয়েছেন ৪১ জন। এই জেলায় করোনায় মৃত্যু হয়েছে ৫ জনের। এরপরই তালিকায় রয়েছে কলকাতা (আক্রান্ত-৩৮, মৃত­-৪), জলপাইগুড়ি (আক্রান্ত-২৩, মৃত-২), বীরভূম (আক্রান্ত- ২০, মৃত- ১), নদিয়া (আক্রান্ত-২০, মৃত-০)।

গত ২৪ ঘন্টায় বাংলায় নমুনা পরীক্ষা হয়েছে ৩৫ হাজার ৫৮৩ জনের। করোনা টিকা পেয়েছেন ২ লাখ ৭১ হাজার ৮৭০ জন। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ২১ হাজার ৫৮৭ এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ২ লাখ ৩০ হাজার ৬৫৭ জন।

corona Bengal Corona Corona Bengal Corona in bengal Bengal Corona today West Bengal Coronavirus Update
Advertisment