Advertisment

রাজ্যে বাড়ল দৈনিক সংক্রমণ, চিন্তার কেন্দ্রে কলকাতার মৃত্যু হার

এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট সংক্রমিত হয়েছেন ২০ লাখ ১৩ হাজার ৭৮৯ জন। দৈনিক সুস্থতার সংখ্যা ১ হাজার ২৩৩ জন।

author-image
IE Bangla Web Desk
New Update
corona daily cases updates in westbengal 22 february 2022

প্রতীকী ছবি

বাংলায় কিছুটা বাড়ল দৈনিক করোনা সংক্রমণের হার। তবে কমেছে মৃত্যু। পজিটিভিটি রেট-ও গত দু’দিনের তুলনায় নিম্নমুখী। বাংলায় কোভিড সংক্রমণ ও মৃত্যুর নিরিখে শীর্ষে কলকাতা।

Advertisment

মঙ্গলবার স্বাস্থ্য দফতর প্রকাশিত রাজ্যের করোনা পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে নতুন করে কোভিড সংক্রমিত হয়েছেন ২৩৪ জন। যা গতদিন ছিল ২০০ জন। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট সংক্রমিত হয়েছেন ২০ লাখ ১৩ হাজার ৭৮৯ জন। দৈনিক সুস্থতার সংখ্যা ১ হাজার ২৩৩ জন। শতাংশের বিচারে সুস্থতার হার ৯৮.৭৮ শতাংশ। সক্রিয় রোগীর সংখ্যা গত দিনের তুলনায় ১ হাজার ৬ জন কমে ৩ হাজার ৪৩৭ জন।

তবে গতদিনের তুলনায় রাজ্যে কোভিড-১৯ পজিটিভিটি রেট সামান্য কমেছে। বর্তমানে বাংলায় কোভিড পজিটিভিটি রেটের হার .৮৪ শতাংশ। যা গত দিন ছিল .৯৪ শতাংশ।

করোনায় এ রাজ্যে প্রাণ হারিয়েছেন ৯ জন। রবিবার এই সংখ্যা ছিল ১১। মোট মৃত্যু বেড়ে হয়েছে ২১ হাজার ১৫২ জন। মৃত্যু হার ১.০৫ শতাংশ।

দৈনিক সংক্রমণের নিরিখে ফের শীর্ষে কলকাতা। আক্রান্ত হয়েছেন ৩১ জন। এই জেলায় করোনায় মৃত্যু হয়েছে ৪ জনের। এরপরই তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনা (আক্রান্ত- ২৯, মৃত­- ০), দক্ষিণ ২৪ পরগনা (আক্রান্ত- ১৭, মৃত- ২), জলপাইগুড়ি (আক্রান্ত- ১৫, মৃত- ২), হুগলি (আক্রান্ত- ১৩, মৃত্যু ০), বাঁকুড়া (আক্রান্ত- ১৩, মৃত্যু ০)

গত ২৪ ঘন্টায় বাংলায় নমুনা পরীক্ষা হয়েছে ২৭ হাজার ৯৯৮ জনের। সোমবারের পরিসংখ্যান অনুসারে করোনা টিকা পেয়েছেন ৩ লাখ ৩১ হাজার ৩৮৬ জন। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ২৩ হাজার ৯১৩জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ২ লাখ ৮৮ হাজার ৪১৮ জন।

West Bengal corona Bengal Corona Corona Bengal Corona in bengal Bengal Corona today Kolkata corona
Advertisment