Advertisment

রাজ্যে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার নিম্নমুখী, কলকাতায় সংক্রমিত ৫০

পজিটিভিটি রেট-ও গত দু’দিনের তুলনায় নিম্নমুখী। রাজ্যে দৈনিক কোভিড সংক্রমণ ও মৃত্যুর নিরিখে শীর্ষে কলকাতা।

author-image
IE Bangla Web Desk
New Update
India reports 3,207 new Covid 19 cases 9 May 2022

চলছে নমুনা সংগ্রহের কাজ। ছবি- শশী ঘোষ

বাংলায় দৈনিক করোনা সংক্রমণ ও প্রাণহানির হার কমল। পজিটিভিটি রেট-ও গত দু’দিনের তুলনায় নিম্নমুখী। রাজ্যে দৈনিক কোভিড সংক্রমণ ও মৃত্যুর নিরিখে শীর্ষে কলকাতা।

Advertisment

মঙ্গলবার স্বাস্থ্য দফতর প্রকাশিত রাজ্যের করোনা পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে নতুন করে কোভিড সংক্রমিত হয়েছেন ২৪৬ জন। যা গতদিন ছিল ২৭২জন। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট সংক্রমিত হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ৩০৭ জন। দৈনিক সুস্থতার সংখ্যা ৭২৬ জন। শতাংশের বিচারে সুস্থতার হার ৯৮.৮৮ শতাংশ। সক্রিয় রোগীর সংখ্যা গত দিনের তুলনায় ৪৮৬ জন কমে ২ হাজার ১৬২ জন।

তবে গতদিনের তুলনায় রাজ্যে কোভিড-১৯ পজিটিভিটি রেট কমেছে। বর্তমানে বাংলায় কোভিড পজিটিভিটি রেটের হার .৮০ শতাংশ। যা গত দিন ছিল .৮৫ শতাংশ।

করোনায় এ রাজ্যে প্রাণ হারিয়েছেন ৬ জন। মঙ্গলবার এই সংখ্যা ছিল ৯। মোট মৃত্যু বেড়ে হয়েছে ২১ হাজার ১৬৫ জন। মৃত্যু হার ১.০৫ শতাংশ।

দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা। গতদিনের তুলনায় মহানগরে সংক্রমিতের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘন্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ৫০ জন। এই জেলায় করোনায় মৃত্যু হয়েছে ৩ জনের। এরপরই তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনা (আক্রান্ত- ৩৫, মৃত­- ০), হাওড়া (আক্রান্ত- ২১, মৃত- ১), দক্ষিণ ২৪ পরগনা (আক্রান্ত- ১৭, মৃত- ০), নদিয়া (আক্রান্ত- ১৬, মৃত্যু ০)।

গত ২৪ ঘন্টায় বাংলায় নমুনা পরীক্ষা হয়েছে ৩০ হাজার ৮০৮ জনের। সোমবারের পরিসংখ্যান অনুসারে করোনা টিকা পেয়েছেন ২ লাখ ৬১ হাজার ৩৮০ জন। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ১৯ হাজার ৪২৯ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ২ লাখ ২৭হাজার ৯১৪ জন।

Corona Bengal Bengal Corona Corona in bengal Bengal Corona today corona Kolkata corona
Advertisment