Advertisment

বাংলায় কমল দৈনিক করোনা সংক্রমণ, মৃত ৩

যৎসামান্য কমেছে পজিটিভিটি রেট। রাজ্যে দৈনিক কোভিড সংক্রমণ ও মৃত্যুর নিরিখে শীর্ষে কলকাতা।

author-image
IE Bangla Web Desk
New Update
corona westbengal daily updates 5 march 2022

সংক্রমণ ফের বাড়ল বাংলায়।

শুক্রবারের তুলনায় শনিবার বাংলায় দৈনিক করোনা সংক্রমণ ও প্রাণহানির হার কমল। যৎসামান্য কমেছে পজিটিভিটি রেট। রাজ্যে দৈনিক কোভিড সংক্রমণ ও মৃত্যুর নিরিখে শীর্ষে কলকাতা।

Advertisment

শনিবার স্বাস্থ্য দফতর প্রকাশিত রাজ্যের করোনা পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে নতুন করে কোভিড সংক্রমিত হয়েছেন ২৩৬ জন। যা গতদিন ছিল ২৬২জন। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট সংক্রমিত হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ৮০৩ জন। দৈনিক সুস্থতার সংখ্যা ২৬৯ জন। শতাংশের বিচারে সুস্থতার হার ৯৮.৮৫ শতাংশ। সক্রিয় রোগীর সংখ্যা গত দিনের তুলনায় ৩৬ জন কমে ১ হাজার ৯৫২ জন।

তবে গতদিনের তুলনায় রাজ্যে কোভিড-১৯ পজিটিভিটি রেট কমেছে। বর্তমানে বাংলায় কোভিড পজিটিভিটি রেটের হার .৮২ শতাংশ। যা গত দিন ছিল .৮৩ শতাংশ।

করোনায় এ রাজ্যে প্রাণ হারিয়েছেন ৩ জন। মঙ্গলবার এই সংখ্যা ছিল ৪। মোট মৃত্যু বেড়ে হয়েছে ২১ হাজার ১৭২ জন। মৃত্যু হার ১.০৫ শতাংশ।

দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা। যদিও গতদিনের তুলনায় মহানগরে সংক্রমিতের সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ৪৭ জন। এই জেলায় করোনায় মৃত্যু হয়েছে ১ জনের। এরপরই তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনা (আক্রান্ত- ৩৩, মৃত­- ১), দক্ষিণ ২৪ পরগনা (আক্রান্ত- ২৬, মৃত- ০), পূর্ব বর্ধমান ((আক্রান্ত- ১৭, মৃত- ০), পশ্চিম মেদিনীপ (আক্রান্ত- ১১, মৃত- ১), , হাওড়া (আক্রান্ত- ১১, মৃত্যু ০)।

গত ২৪ ঘন্টায় বাংলায় নমুনা পরীক্ষা হয়েছে ২৮ হাজার ৬৫৮ জনের। সোমবারের পরিসংখ্যান অনুসারে করোনা টিকা পেয়েছেন ২ লাখ ৬৯ হাজার ৬৮৪ জন। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ১৯ হাজার ৭৩৭ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ২ লাখ ৩৭ হাজার ০৮৩ জন।

Corona Bengal Bengal Corona Corona in bengal Bengal Corona today corona Kolkata corona
Advertisment