পরিসংখ্যানের নিরিখে বাংলার করোনা পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুসারে পশ্চিমবঙ্গে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৩৯ জন। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৭৪৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.১৫ শতাংশ। দৈনিক করোনার বলি ৮ জন। একদিনে পজিটিভিটি রেট ১.৬৩ শতাংশ।
রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৩৭,১৮৫ জন। মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,০৮,৮০০ জন। বাংলায় করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮, ২৭৬।
আক্রান্তের নিরিখে রাজ্যে এখনও শীর্ষে উত্তর ২৪ পরগনা। এই জেলায় গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৮৯ জন। যা গত দিনের তুলনায় কিছুটা বেশি। দ্বিতীয় স্থানে কলকাতা। মহানগরে আক্রান্তের সংখ্যা ৮৮। তৃতীয় স্থানে থাকা দার্জিলিং-এ গত ২৪ ঘন্টায় কোরনা সংক্রমিত হয়েছেন ৭৩ জন।
বাংলায় এখনও পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ১৬ কোটি ৩ লক্ষ ৭১৩ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ৪৫ হাজার ৪৪২ জনের।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন