Advertisment

রাজ্যে বেড়েই চলেছে করোনা-কামড়, শুধু কলকাতাতেই একদিনে আক্রান্তের সংখ্যা ১০০ পার

গত ২৪ ঘন্টার ব্যবধানে বাংলার আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal todays corona updates 20 july 2022

বঙ্গে বাড়ছে সংক্রমণ।

দেশজুড়ে ফের করোনার রমরমা শুরু। বাংলাতেও সংক্রমণ বৃদ্ধির ভ্রুকুটি। পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৩০ জন। যা আগের দিন ছিল ১৩৫। অর্থাৎ ২৪ ঘন্টার ব্যবধানে বাংলার আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়েছে। এই বৃদ্ধি শতাংশের নিরিখে প্রায় ৭০ শতাংশ।

Advertisment

রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের নিরিখে শার্ষে কলকাতা। তিলোত্তমায় গত ২৪ ঘন্টায় নতুন করে কোভিডে সংক্রমিত হয়েছেন ১০৫ জন। এরপরই স্থান উত্তর ২৪ পরগনার। এই জেলায় একদিনে আক্রান্তের সংখ্যা ৬৮ জন।

বাংলায় করোনা পজিটিভিটি রেট ২.৯৫ শতাংশ। মৃত্যু হয়েছে ১ জনের। এতদিন বাংলার করোনাগ্রাফ নিয়ন্ত্রণেই ছিল। কিন্তু গত কয়েকদিন ধরে তা ফের উর্ধ্বমুখী। যা ঘিরেই কপালে চিন্তার ভাঁজ বাড়ছে।

আরও পড়ুন- মন্দির দেয় বৃষ্টির নির্ভুল পূর্বাভাস, বুদ্ধিতে যার ব্যাখ্যা মেলে না

গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৮২২ জন। মঙ্গলবার যা ছিল ৬ হাজারের সামান্য বেশি। দেশে সর্বোচ্চ সংক্রমণ দেখা দিচ্ছে মহারাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় এি রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯০০ জনের বেশি মানুষ।

Corona Bengal West Bengal corona Corona in bengal
Advertisment