Advertisment

নর্মাল ডেলিভারি! নেগেটিভ শিশুর জন্ম দিলেন করোনা পজেটিভ মা

হাওড়ার উলুবেড়ির এই ঘটনায় প্রত্যাশিতভাবেই অত্যন্ত খুশি চিকিৎসক থেকে প্রসূতির পরিবার সকলেই।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

করোনা আক্রান্ত মায়ের গর্ভে থেকে জন্ম নিল করোনা নেগেটিভ শিশু

করোনা আক্রান্ত মায়ের গর্ভে থেকে জন্ম নিল করোনা নেগেটিভ শিশু। হাওড়ার উলুবেড়ির এই ঘটনায় প্রত্যাশিতভাবেই অত্যন্ত খুশি চিকিৎসক থেকে প্রসূতির পরিবার সকলেই।

Advertisment

১৩ এপ্রিল সঞ্জীবন হাসপাতালে ভর্তির সময় প্রসূতির মৃদু শ্বাসকষ্ট ছিল। ভর্তি হতেই তাঁকে 'আইসোলেশন' ওয়ার্ডে স্থানান্তরিত করা হয় এবং নিরবচ্ছিন্নভাবে পর্যবেক্ষণে রাখা হয়। হাসপাতালের ডিরেক্টর শুভাশিষ মিত্র বলেন, "একেবারে গোড়া থেকেই আমরা 'মা'-কে পর্যবেক্ষণে রেখেছিলাম। বারেবারে বিভিন্ন বিশেষ চিকিৎসা প্রক্রিয়া প্রয়োগ করা হচ্ছিল এবং গর্ভাবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছিল। ভ্রুণের হৃদস্পন্দনও নিয়মিতভাবে নজরে রাখা হচ্ছিল"। স্ত্রীরোগ ও শিশুরোগ বিশেষজ্ঞ-সহ অন্যান্য ডাক্তারদের দ্বারা একটি বিশেষ দল গঠন করেছিল সঞ্জীবন হাসপাতাল কর্তৃপক্ষ।

কীভাবে জন্ম হল শিশুটির?

শুভাশিস মিত্র জানাচ্ছেন, "আমরা সিজারের রাস্তায় হাঁটিনি। প্রথম থেকেই নর্মাল ডেলিভারি করানোর প্রচেষ্টা ছিল। ২০ এপ্রিল মহিলার গর্ভযন্ত্রণা শুরু হয় এবং ২কেজি ৭০০ গ্রাম ওজনের সুস্থ-সবল শিশুটির জন্ম হয়। এ মুহূর্তে মা-পুত্র উভয়েই ভাল আছেন"।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটি এখন 'আইসোলেশন' ওয়ার্ডে রয়েছে এবং মায়ের দুধ পান করছে। শুভাশিসবাবু বলেন, "আমরা খুবই সতর্ক। শিশুটিকে সারাক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরিবারের কারওকেই দেখতে আসার অনুমতি দেওয়া হচ্ছে না। এমনকী, মা-কেও নিরাপদ দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। সদ্যজাতের বাবাকেও দেখতে আসার অনুমতি দেওয়া হয়নি। তিনি কেবল ভিডিও কনফারেন্সের মাধ্যমে ছেলেকে দেখেছেন"।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
Howrah West Bengal
Advertisment