/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/06/Mamata-5.jpg)
মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফাইল ছবি
প্রভূত ছাড় দিয়ে রাজ্যে করোনা বিধিনিষেধের মেয়াদ বাড়লো। আগামী ১৫ জুলাই পর্যন্ত বাংলায় আত্মনিয়ন্ত্রণ বলবৎ থাকবে। সোমবার নবান্নে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, সরকারি ও বেসরকারি বাস চলাচলে ছাড় দেওয়া হচ্ছে। সর্বাধিক ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলতে পারবে সরকারি-বেসরকারি বাস। তবে চালক, কন্ডাক্টরদের ভ্যাকসিন নেওয়া থাকতে হবে৷ সকলের মাস্ক পড়া বাধ্যতামূলক। পাশাপাশি চলবে অটো, টোটোও। যদিও ১৫ জুলাই পর্যন্ত লোকাল ট্রেন বা মেট্রো চলবে না। মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, এখনই লোকাল ট্রেন চালু করার মতো পরিস্থিতি তৈরি হয়নি৷
১লা জুলাই থেকে খুলবে বিউটি পার্লার, সেলুন। বাজার খোলার সময়ও। সকাল ৬ টা থেকে বেলা ১২টা পর্যন্ত খোলা থাকবে। অন্যান্য দোকান সলাক ১১ টা থেকে রাত ৮ পর্যন্ত খোলা থাকবে। সকাল ৬ টা থেকে ১০ টা এবং বিকেল ৪ টে থেকে ৮ টা পর্যন্ত জিম খোলা যাবে।
আরও পড়ুন-‘GTA-তে দুর্নীতি হয়েছে, CAG দিয়ে অডিট করাব’- হুঁশিয়ারি ধনকড়ের
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এইসব ছাড়ই পরীক্ষামূলক ভাবে দেওয়া হচ্ছে। যদি করোনা পরিস্থিতি কোনওভাবে খারাপ হয়, তাহলে এই ছাড়গুলি প্রত্যাহার করে নেবে প্রশাসন।
তবে, আগের মতোই রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বেরনো যাবে না।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন