রঙের উৎসবের আগেই বঙ্গবাসীর উদ্বেগ কয়েকগুণ বাড়ল। রাজ্যে লাফিয়ে বাড়লো দৈনিক করোনা সংক্রমণের হার। ক্রমশ কমছে সুস্থতার রেকর্ডও। স্বাস্থ্যদপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনার কবলে পড়েছেন ৮১২ জন। বাংলায় অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৪ হাজার ৬০৮ জন। সংক্রমণে দৈনিক মৃত্যু হার ২। রাজ্যে দৈনিক করোনাজয়ীর সংখ্যা ৪৩৩ জন।
এখনওপর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৮৩ হাজার ৮৩৯ জন। মৃত ১০ হাজার ৩২২ জন। মোট সুস্থ হয়ে উঠেছেন ৫ লক্ষ ৬৮ হাজার ৯০৯ জন।
ভোটের মরসুমে মিটিং-মিছিলে-জনসভায় করোনাবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে ভিড় জনাচ্ছেন প্রায় সব দলেরই নেতা-কর্মী-সমর্থকেরা। গণপরিবহন থেকে পথচলতি মানুশের মধ্যেও সচেতনতার অভাব রয়েছে। বিশেষজ্ঞদারে অনুমান, তার জেরে চলতি মাসে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরনা সংক্রমণ। চলতি বছরের প্রথম দিনে আক্রান্তের সংখ্যা হাজারের বেশি থাকলেও ফেব্রুয়ারির গোড়া থেকে তা ক্রমশই কমছিল। চলতি মাসের প্রথম দিন দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৯৮ জন। দিন এগনোর সঙ্গেই যা ক্রমশ বাড়তে থাকে। শনিবার সেই সংখ্যা ৮০০-র গণ্ডি ছাপিয়ে গেল।
গত ২৪ ঘন্টায় কলকাতায় দৈনিক সংক্রমিতের হার ২৯৪ জন। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে এই জেলায় ১৮০ জনের শরীরে মারণ ভাইরাসের হদিশ মিলেছে। হাওড়ায় একদিনে আক্রান্ত হয়েছেন ৬৫ জন। দার্জিলিংয়ে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের শরীরে থাবা বসিয়েছে কোভিড।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার সংখ্যা আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। একদিনে করোনা পরীক্ষা হয়েছে ২৪ হাজার ৪১৩ জনের।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন