ভোটের বাংলায় প্রকট করোনার থাবা, একদিনে আক্রান্ত ৪ হাজারের বেশি

গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪,০৪৩ জন। যা গতদিনের তুনায় প্রায় দেড় হাজার বেশি।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪,০৪৩ জন। যা গতদিনের তুনায় প্রায় দেড় হাজার বেশি।

author-image
IE Bangla Web Desk
New Update
corona India, Daily Cases, Covid India

সেপ্টেম্বরে গ্রাফ সর্বোচ্চ হওয়ার সম্ভাবনা।

বাংলায় প্রকট হচ্ছে করোনার থাবা। স্বাস্থ্যদফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪,০৪৩ জন। যা গতদিনের তুনায় প্রায় দেড় হাজার বেশি। বঙ্গে দৈনিক সংক্রমণের হার বেড় হয়েছে ১০.৯৭ শতাংশ। সংক্রমণে দৈনিক মৃত্যুর সংখ্যা ১২। এই মুহূর্তে বাংলায় অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১,৩৬৬ জন। ব্যাপকহারে সংক্রমণের এই বাড়বাড়ন্তে উদ্বেগ বাড়ছে স্বাস্থ্যকর্তাদের।

Advertisment

এ রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ১০ হাজার ৪৯৮ জন। মৃত্যু হয়েছে মোট ১০,৩৯০ জনের।

সংক্রমণের নিরিখে এগিয়ে কলকাতা। গত ২৪ ঘন্টায় মহানগরে আক্রান্তের সংখ্যা ৯৯৭। মৃত্যু হয়েছে ৪ জনের। তালিকায় তারপরই রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় একদিনে আক্রান্তের সংখ্যা ৮৮৭ জন, মৃত ৫। দক্ষিণ ২৪ পরগনা আক্রান্ত ২৯১ জন। হাওড়ায় ২৮৯ জন। দুই জেলাতেই করোনায় প্রাণ হারিয়েছেন ১ জন করে। বীরভূম, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, পশ্চিম বর্ধমানের অবস্থাও শোচনীয়।

Advertisment

শেষ ২৪ ঘণ্টায় বাংলায় টিকাকরণ হয়েছে ৩ লক্ষ ৬১ হাজার ৯৪০ জনের।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

West Bengal corona corona virus