Advertisment

রাজ্যে বেলাগাম করোনা, দৈনিক আক্রান্ত ৭,৭১৩ জন, মৃত ৩৪

শনিবার সংক্রমণের হার ১৬.৪২ শতাংশ। বাংলায় এই মুহূর্তে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার ৩০০ জন।

author-image
IE Bangla Web Desk
New Update
Bengal Corona Update 4 June 2021

ফাইল ছবি।

রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। জ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত শনিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭১৩ জন। শনিবার সুস্থ হয়েছেন ৩ হাজার ৪২৬ জন। মৃত্য হয়েছে ৩৪ জনের। শনিবার সংক্রমণের হার ১৬.৪২ শতাংশ। বাংলায় এই মুহূর্তে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার ৩০০ জন।

Advertisment

কলকাতায় দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্য়া সবচেয়ে বেশি। কলকাতায় দৈনিক আক্রান্তের সংখ্যা ১ হাজার ৯৯৮ জন। মৃত ১০ জন। এ ছাড়া উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ১,৬৩৯ জন। এই জেলায় ৮ জনের মৃত্যু হয়েছে। কলকাতা ও উত্তর ২৪ পরগনার পাশাপাশি হাওড়া, হুগলি, দুই বর্ধমানেও উদ্বেগজনক হারে বাড়ছে সংক্রমণ। পূর্ব বর্ধমানে আক্রান্তের সংখ্যা ২৬৯ জন, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় সংক্রমিতের সংখ্যা যথাক্রমে ৩১০, ৪৩২, ৩২১ ৪৯১ জন।

এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃত্য হয়েছে ১০ হাজার ৫৪০ জনের। বাংলায় সার্বিকভাবে এই মূহুর্তে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৫ লক্ষ ৯৫ হাজার ৬৬৮ জন।

রাজ্যে মোট টিকাকরণ হল ৮৬ লক্ষ ৯ হাজার ৩০৫ জনের। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে টিকাকরণের সংখ্যা ১ লক্ষ ৪০ হাজার ৪৬৭।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus West Bengal corona
Advertisment