Advertisment

বাংলায় লকডাউনের দিনে আবার বদল, জেনে নিন কোন কোন দিন সব বন্ধ

নবান্ন যে নয়া লকডাউন সূচি প্রকাশ করল, তাতে দেখা গেল ৫ অগাস্ট রাজ্য লকডাউন পালনের পূর্ব সিদ্ধান্ত থেকে সরে আসেনি সরকার।

author-image
IE Bangla Web Desk
New Update
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৪।। আবেদন শঙ্খ ঘোষ সহ বুদ্ধিজীবীদের।। পুলিশকে ধাক্কা গাড়ির

ফের লকডাউনের সূচি বদল বাংলায়। ছবি-পার্থ পাল

ফের লকডাউনের দিন পরিবর্তন করল পশ্চিমবঙ্গ সরকার। সোমবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে অগস্ট মাসে লকডাউনের নয়া দিন তালিকা জানানো হল। এই মাসে লকডাউন কঠোরভাবে লকডাউন পালিত হবে ৫ অগাস্ট (বুধবার), ৮ অগাস্ট (শনিবার), ২০ অগাস্ট (বৃহস্পতিবার), ২১ অগাস্ট (শুক্রবার), ২৭ অগাস্ট (বৃহস্পতিবার), ২৮ অগাস্ট (শুক্রবার) এবং ৩১ অগাস্ট (সোমবার)।

Advertisment

আরও পড়ুন- ৫ অগাস্ট লকডাউন বহাল, ক্ষিপ্ত হিন্দুত্ববাদী সংগঠনগুলি

পূর্ব ঘোষিত লকডাউনের দিনগুলির মধ্যে কোনো কোনো দিন কিছু উৎসব এবং নির্দিষ্ট সম্প্রদায়ের পার্বন থাকায় সমাজের বিভিন্ন অংশ থেকে অনুরোধ আসে সূচি বদলের। সে জন্যই এমন পরিবর্তন করা হয়েছে বলে জানান হয়েছে নবান্নের বিজ্ঞপ্তিতে।

publive-image সোমবার জারি করা সরকারি বিবৃতি।

আরও পড়ুন- তৃণমূলে চরমে বিদ্রোহ! মমতার পর দ্বিতীয় ব্যক্তি শুভেন্দুই, প্রকাশ্যে মন্তব্য পদ খোয়ানো বিধায়কের

পূর্ব ঘোষিত লকডাউন সূচি অনুযায়ী, অগাস্টের ৫, ৮, ১৬, ১৭, ২৩, ২৪ এবং ৩১ তারিখ লকডাউন ছিল। সেই সূচিই আংশিক পরিমার্জিত হল বলে জানানো হয়েছে। তবে, সোমবার ঘোষিত নয়া সূচি অনুযায়ী যেদিন যেদিন লকডাউন, সেই দিনগুলিতে সম্পূর্ণ ও কঠোরভাবে লকডাউন পালিত হবে বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

প্রসঙ্গত, ৫ অগাস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজার দিন বাংলায় লকডাউন ঘোষণার তীব্র বিরোধিতা করেছে বিজেপি। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ একাধিকবার সরকারকে ওই দিন লকডাউন প্রত্যাহার করার বার্তা দিয়েছেন। সোমবারও এক সাংবাদিক বৈঠকে দিলীপ একই কথা বলেছেন। তবে, সোমবার নবান্ন যে নয়া লকডাউন সূচি প্রকাশ করল, তাতে দেখা গেল ৫ অগাস্ট রাজ্য লকডাউন পালনের পূর্ব সিদ্ধান্ত থেকে সরে আসেনি সরকার।

government of west bengal corona virus Mamata Banerjee Lockdown
Advertisment