একদিনে রাজ্যে সংক্রমণ আরও বাড়ল। স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, বাংলায় গত ২৪ ঘন্টায় সংক্রমিতের সংখ্যা ২,৯৫০ জন। বেড়েছে পজিটিভি রেট। আক্রান্তের নিরিখে এদিনও শীর্ষে উত্তর ২৪ পরগনা।
শুক্রবার উত্তর ২৪ পরগনায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৪০ জন। কলকাতায় আক্রান্ত ৭২৭ জন। তালিকায় তৃতীয় দক্ষিণ ২৪৫ পরগনায় সংক্রমিতের হার ২১৩ জন। এরপরই রয়েছে হাওড়া (আক্রান্ত ১৪৬ জন)ও হুগলি (আক্রান্ত ১২৫ জন)।
হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। কিন্তু, জনসচেতনতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। শহর থেকে গ্রাম- সর্বত্র মাস্ক না পড়ে, স্যানেটাইজারের ব্যবহার ছাড়াই মানুষের ভিড় নজরে পড়ছে এখনও।
গত ২৪ ঘন্টায় বাংলায় করোনার পজিটিভিটি রেট সামান্য কমে ১৬.৯২ শতাংশ।
রাজ্যে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ২০,৪৫,৭৮১ জন। করোনাকে জয় করে দৈনিক সুস্থ হওয়ার সংখ্যা ৬৩৭জন। সুস্থতার হার ৯৮.০৪ শতাংশ।
গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩ জনের। মোট মৃতের সংখ্যা বেড়ে ২১,২৩৬ জন। মৃত্যু হার ১.০৪ শতাংশ।
গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৭,৪৩০ জনের। দৈনিক করোনা টিকা প্রয়োগ হয়েছে ১,১১,৪৬০ টি ডোজ।বুস্টার ডোজের হার ৪০,১৩,৯১৩ টি।