গত ২৪ ঘন্টার বাংলার দৈনিক করোনা সংক্রমণ আরও কমল। টানা চারদিন কোভিডে মৃত্যু শূন্য রাজ্য। .৫০ শতাংশের নীচে পজিটিভিটি রেট। বঙ্গে করোনা সংক্রমণের নিরিখে কলকাতার সঙ্গেই শীর্ষে উত্তর ২৪ পরগনা।
মঙ্গলবার স্বাস্থ্য দফতর প্রকাশিত রাজ্যের করোনা পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে নতুন করে কোভিড সংক্রমিত হয়েছেন ১০২ জন। যা গতদিন ছিল ১২৫ জন। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট সংক্রমিত হয়েছেন ২০ লাখ ১৫ হাজার ৭৭২ জন। দৈনিক সুস্থতার সংখ্যা ১৪৮ জন। শতাংশের বিচারে সুস্থতার হার ৯৮.৮৬ শতাংশ। সক্রিয় রোগীর সংখ্যা গত দিনের তুলনায় ৪৬ জন কমে ১ হাজার ৭০৩ জন।
গতদিনের তুলনায় রাজ্যে কোভিড-১৯ পজিটিভিটি রেট কমেছে। বর্তমানে বাংলায় কোভিড পজিটিভিটি রেটের হার .৪৪ শতাংশ। যা গত দিন ছিল .৫২ শতাংশ।
স্বস্তির বিষয় যে করোনায় গত ২৪ ঘন্টায় এ রাজ্যে কারোর প্রাণহানি ঘটেনি। স্বস্তি দিয়ে এই নিয়ে টানা চারদিন কোভিডে মৃত্যু শুন্য রইলো বাংলা। ফলে মোট মৃত্যু আটকে গিয়েছে ২১ হাজার ১৭৮ জনেই।
দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা ও উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘন্টায় এই দুই জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৮ জন করে। এরপরই তালিকায় রয়েছে দক্ষিণ ২৪ পরগনা (আক্রান্ত- ১১), পূর্ব বর্ধমান (আক্রান্ত- ৬), পশ্চিম বর্ধমান (আক্রান্ত- ৫)।
গত ২৪ ঘন্টায় বাংলায় নমুনা পরীক্ষা হয়েছে ২৩ হাজার ২৭৬ জনের। সোমবারের পরিসংখ্যান অনুসারে করোনা টিকা পেয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৮২৯ জন। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ১৪,৯৭৫ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ১৬০ জন।