একদিকে যেমন বাংলায় বাড়ছে করোনা সংক্রমণ, সেইসঙ্গে বাড়ছে সুস্থতার হারও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪২ জন। এ নিয়ে শনিবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৭৪ হাজার ৬৫৯। বাংলায় করোনায় অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৩ হাজার ৩৯০। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য জানা গিয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ৩ হাজার ২৪৮ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লক্ষ ৫০ হাজার ৮০১ জন। রাজ্যে সুস্থতার হার বেড়ে হল ৮৪.৮৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ৫৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মৃত বেড়ে হয়েছে ৩৫১০।
অ্যাক্টিভ কেসের নিরিখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। উত্তর ২৪ পরগনায় মোট কোভিড ১৯ অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪৯৮৪। এরপরই রয়েছে কলকাতা (৪১৬৩), পশ্চিম মেদিনীপুর (১২৯৬), পূর্ব মেদিনীপুর (১২৩৪),দক্ষিণ ২৪ পরগনা (১৪০৩), হাওড়া (১০৪১), হুগলি (১০৩৮)।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার ৪৫ হাজার ৭৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ২১ লক্ষ ১২ হাজার ১৮৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্যে মোট ৮৭টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্যে সরকারি কোভিড হাসপাতালের সংখ্যা ৩২, বেসরকারি হাসপাতালের সংখ্যা ৫৫। মোট কোভিড বেডের সংখ্যা ১২ হাজার ৪৫, মোট আইসিউ বেডের সংখ্যা ১২৪৩। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৭৯০টি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন