বাংলায় একদিনে করোনায় আক্রান্ত ১৫৬০, চিন্তা বাড়িয়ে কমছে সুস্থতার হার

একদিনের আক্রান্তের নিরিখে শনিবার যে রেকর্ড তৈরি করেছিল রবিবারই তা ভেঙে আক্রান্তে সর্বোচ্চ সংখ্যা ছুঁল।

একদিনের আক্রান্তের নিরিখে শনিবার যে রেকর্ড তৈরি করেছিল রবিবারই তা ভেঙে আক্রান্তে সর্বোচ্চ সংখ্যা ছুঁল।

author-image
IE Bangla Web Desk
New Update
covid patients recovery

ছবি: গণেশ শীরসেকর, ইন্ডিয়ান এক্সপ্রেস

সাতদিনের লকডাউন জারি থাকলেও করোনাভাইরাসের প্রকোপ কমছে না। বরং নিত্যদিন রাজ্য নয়া রেকর্ড তৈরি করেছে এই ভাইরাস। একদিনের আক্রান্তের নিরিখে শনিবার যে রেকর্ড তৈরি করেছিল রবিবারই তা ভেঙে আক্রান্তে সর্বোচ্চ সংখ্যা ছুঁল।

Advertisment

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৬০ জন। দৈনিক সংক্রমণের হিসেবে যা এখনও পর্যন্ত সর্বাধিক। এ নিয়ে রবিবার পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার ১৩। বাংলায় করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ১০ হাজার ৫০০। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য জানা গিয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলায় আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মৃত বেড়ে হয়েছে ৯৩২। অন্যদিকে, করোনাকে হারিয়ে একদিনে বাংলায় সুস্থ হয়েছেন ৬২২ জন। সবমিলিয়ে বাংলায় এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ১৮ হাজার ৫৮১ জন। রাজ্যে সুস্থতার হার ৬১.৯০ শতাংশ।

সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ হাজার ৫৬৮। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (২৪৬৫), হাওড়া (১১৪৬), দক্ষিণ ২৪ পরগনা (১০৫০), হুগলি (৪৪২)।

Advertisment

এদিকে, দেশে প্রত্যেকদিনই দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমিত ২৮,৬৩৭ জন। যা এখনও পর্যন্ত সর্বাধিক। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, এ দেশে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ পেরিয়ে গেল। বর্তমানে ভারতে করোনা পজিটিভ রয়েছেন ৮ লাখ ৪৯ হাজার ৫৫৩ জন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

West Bengal coronavirus COVID-19