করোনাভাইরাসের হাত থেকে বাঁচতে কি গোমূত্রই ভরসা? এই বিতর্ক উস্কে দিল বঙ্গ বিজেপি। মারণ ভাইরাসের কবল থেকে রেহাই পেতে এ রাজ্যে গোমাতার পুজোর পাশাপাশি গোমূত্র পান কর্মসূচি পালন করল গেরুয়াবাহিনী। রায়গঞ্জ শহরের গোশালা এলাকায় এহেন কর্মসূচি ঘিরে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। আদৌ কি করোনাভাইরাস মোকাবিলায় গোমূত্র মহৌষধ? যদিও চিকিৎসকদের দাবি, ‘এটা বিজ্ঞানসম্মত নয়। কেউ গোমূত্র পান করার কথা বললে তা বিশ্বাস করার কোনও মানে হয় না’’।
‘বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর’, এই প্রবাদেই আস্থা রেখে রায়গঞ্জে গোমূত্র পান কর্মসূচির আয়োজন করেছে বিজেপি। এ প্রসঙ্গে বিজেপি মহিলা মোর্চার টাউন সভাপতি অর্পিতা মিত্র বলেন, ‘‘গোমাতার পুজো করলাম। নিজেরাও গোমূত্র পান করলাম। হিন্দু ধর্মেও আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্ক বহুদূর। গোমূত্র পুজো-পার্বণে লাগে। অসুখ হলে আমরা গোমূত্র পান করি। গোমূত্র পান করলে হয়তো এই ভাইরাস থেকে মুক্ত হতে পারব’’। এ প্রসঙ্গে আরেক বিজেপি নেতা বলেন, ‘‘গোমূত্র পান করলে কোভিড ১৯ বিলুপ্ত না হলেও অন্য ভাইরাস থেকে মুক্ত হবে’’।
আরও পড়ুন: করোনা রুখতে বাংলায় গোমূত্র পান, বিকোচ্ছে গোবরও
উল্লেখ্য, মারণ ভাইরাসের হাত থেকে বাঁচতে গোবর ও গোমূত্রের দোকান খুলেছেন ডানকুনির শেখ মাবুদ আলি। করোনা আতঙ্কে মাবুদের দোকানে ভিড়ও হচ্ছে চোখে পড়ার মতো। মারণ ভাইরাস যাতে শরীরে ছুঁতে না পারে, সেজন্য মাবুদের দোকান থেকে গোমূত্র কিনে তা পান করেছেন অনেকে। প্রসঙ্গত, ক’দিন আগেই করোনা ভাইরাস ঠেকাতে রাজধানীতে গোমূত্র পার্টির আয়োজন করেছিল হিন্দু মহাসভা। যা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে দেশে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন