রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্য়া। বাংলায় মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়াল ৪। সল্টলেকের একটি হাসপাতালে এক প্রৌঢ়ের শরীরে প্রাণঘাতী ভাইরাস মিলেছে বলে জানা যাচ্ছে। ওই ব্য়ক্তি কলকাতার দমদমের বাসিন্দা বলে খবর। নাইসেড ও এসএসকেএমে নমুনা পরীক্ষায় তাঁর শরীরে কোভিড ১৯ ভাইরাস মিলেছে।
জানা যাচ্ছে, গত ১৩ মার্চ থেকে জ্বরে আক্রান্ত ওই প্রৌঢ়। গত ১৬ মার্চ তাঁকে সল্টলেকের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তবে ওই ব্য়ক্তির বিদেশ সফরের কোনও রেকর্ড নেই বলেই খবর।
আরও পড়ুন: করোনা মোকাবিলায় নবান্নে চালু টোল ফ্রি নম্বর
অন্য়দিকে, এদিন স্কটল্য়ান্ড ফেরত হাবরার এক তরুণীর শরীরে মারণ ভাইরাস মিলেছে। তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর পরিজনদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: ‘জরুরি না হলে অস্ত্রোপচার ৩১ মার্চের পর’, নির্দেশিকা রাজ্য় স্বাস্থ্য় দফতরের
এর আগে বাংলায় বিলেত ফেরত দুই তরুণের শরীরে কোভিড ১৯ ভাইরাস মিলেছিল। প্রথম করোনা আক্রান্ত ছাত্র ইংল্য়ান্ড থেকে ফিরেছিলেন। তিনি রাজ্য়ের এক পদস্থ আমলার ছেলে। করোনা উপসর্গ নিয়ে শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ানোর অভিযোগ উঠেছে ওই ছাত্রের বিরুদ্ধে। এমনকি, বেলেঘাটা আইডি-তে স্বাস্থ্য় পরীক্ষা করা নিয়ে ডাক্তারদের পরামর্শ উপেক্ষা করেছিলেন বলে অভিযোগ। বাংলায় করোনা আক্রান্ত দ্বিতীয় তরুণও ইংল্য়ান্ড থেকে ফিরে দায়িত্বজ্ঞানহীন আচরণ করেছিলেন বলে অভিযোগ উঠেছে।
এ প্রেক্ষিতে বিদেশ থেকে ফিরলে হোম কোয়ারেন্টাইনে থাকার বার্তা দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। এ নিয়ে রাজ্য়বাসীর কাছে আর্জি রেখেছেন স্বয়ং মুখ্য়মন্ত্রীও। করোনা পরিস্থিতিতে সকলকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন