বাংলায় করোনা আক্রান্ত ৮৯, জানালেন মুখ্য়সচিব

করোনা মোকাবিলায় নতুন অ্যাপ চালু করল মমতা সরকার। করোনা সংক্রমণ মোকাবিলায় হটস্পট খুঁজে বের করতে রাজ্যে ‘সন্ধানে’ নামের নতুন অ্যাপ চালু করা হল।

করোনা মোকাবিলায় নতুন অ্যাপ চালু করল মমতা সরকার। করোনা সংক্রমণ মোকাবিলায় হটস্পট খুঁজে বের করতে রাজ্যে ‘সন্ধানে’ নামের নতুন অ্যাপ চালু করা হল।

author-image
IE Bangla Web Desk
New Update
corona, করোনা

প্রতীকী ছবি।

বাংলায় করোনা আক্রান্তের সংখ্য়া বাড়ল। রাজ্য়ে এখন করোনা আক্রান্তের সংখ্য়া ৮৯। শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠকে একথা জানালেন মুখ্য়সচিব রাজীব সিনহা। পশ্চিমবঙ্গে করোনায় মৃতের সংখ্য়া এখনও পর্যন্ত ৫।

Advertisment

করোনা মোকাবিলায় নতুন অ্যাপ চালু করল মমতা সরকার। করোনা সংক্রমণ মোকাবিলায় হটস্পট খুঁজে বের করতে রাজ্যে ‘সন্ধানে’ নামের নতুন অ্যাপ চালু করা হল। বৃহস্পতিবার নবান্নে ব্য়বসায়ীদের সঙ্গে বৈঠকে একথাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত আশাকর্মীদের জন্যই এই অ্যাপ চালু করা হয়েছে।

আরও পড়ুন- হাওড়া জেলা হাসপাতালের সুপারই করোনা আক্রান্ত, পরিষেবা চালু রাখা নিয়ে আশঙ্কিত প্রশাসন

Advertisment

এদিকে, লকডাউনের মধ্যে বাংলার জনজীবন সচল রাখতে একাধিক পদক্ষেপ করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। নবান্নে মমতা ঘোষণা করেন, '' জরুরি ভিত্তিতে পণ্য সরবরাহের স্বার্থে আংশিক পরিবহণে ছাড় দেওয়া হচ্ছে। হোম ডেলিভারির জন্য় সরকারি কিছু ট্য়াক্সিকে নামানো হবে রাস্তায়।চা বাগানের ১৫ শতাংশ শ্রমিককে কাজের অনুমতি দেওয়া হচ্ছে। স্যানিটাইজেশন করে কাজ করতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। ব্যবসায়ীদের লাইসেন্স পুনর্নবীকরণের মেয়াদ বাড়ানো হল ৩০ জুন পর্যন্ত''।

এদিকে, দেশে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬৪১২। যাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ৫০৩ জন। করোনায় দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯৯।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

West Bengal coronavirus corona