যত দিন গড়াচ্ছে, বাংলায় করোনার দাপট ততই বাড়ছে। সোমবার পর্যন্ত রাজ্য়ে মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে হয়েছে ২০৬৩। করোনায় বাংলায় মৃত বেড়ে হয়েছে ১১৮। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৪ জনের শরীরে কোভিড ১৯ মিলেছে। এই মুহূর্তে রাজ্য়ে অ্যাক্টিভ কেসের সংখ্য়া ১৩৭৪। রাজ্য় করোনা মুক্ত হয়েছেন ৪৯৯ জন, স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এমনটাই জানা যাচ্ছে।
অন্য়দিকে, রাজ্য়ে করোনা আক্রান্তের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। তারপরই রয়েছে হাওড়া ও উত্তর ২৪ পরগনা। তবে স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে জানা যাচ্ছে, আগের থেকে অনেকটাই স্বস্তিজনক অবস্থায় রয়েছে পূর্ব মেদিনীপুর। নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে হুগলি। ১০ মে পর্যন্ত কলকাতায় পজিটিভ কেসের সংখ্য়া ৬২১, হাওড়ায় এই সংখ্য়া ৩৩৯, উত্তর ২৪ পরগনায় কোভিড ১৯ পজিটিভ কেস ১৭৮। ৭ মে পর্যন্ত পূর্ব মেদিনীপুরে অ্যাক্টিভ কেসের সংখ্য়া ১৯, ১০ মে পর্যন্ত হুগলিতে এই সংখ্য়া ১০০।
আরও পড়ুন: আজমের থেকে মালদা ফেরত ৭ জন করোনা সংক্রমিত
আজমের ফেরত মালদার ৭ তীর্থযাত্রীর দেহে ধরা পড়ল করোনা জীবাণু। এছাড়া রাজস্থানের কোটা থেকে হাওড়ার সাঁকরাইল ফেরত এক পড়ুয়াও করোনা পজিটিভ। মালদার এই সাত করোনা আক্রান্তই হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের বাসিন্দা।
এদিকে, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের পঞ্চম ভিডিয়ো বৈঠকেই চূড়ান্ত হতে পারে লকডাউনের ভবিষ্যৎ। তার আগে, গতকালই রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব। সেখানে রাজ্যগুলিকে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি করতে বলা হয়েছে। আগামিকাল থেকে নিয়ম মেনে দূরপাল্লার কিছু যাত্রীবাহী ট্রেন চলাচল হচ্ছে।
একদিনে দেশে সর্বাধিক করোনা সংক্রমণের নজির। গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমিত হয়েছেন ৪ হাজার ২২৩ জন। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুসারে ভারতে মোটা করোনা পজিটিভ বেড়ে হয়েছে ৬৭ হাজার ১৫২ জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪৪ হাজার ০২৯। সুস্থ হয়েছেন ২০ হাজার ৯১৭ জন। করোনার জেরে এখনও পর্যন্ত এ দেশে মৃত্যুর সংখ্যা ২ হাজার ২০৬।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন