ঘরে বসেই নববর্ষ উদযাপন বাংলায়, করোনা আক্রান্ত শতাধিক

পশ্চিমবঙ্গে ১৩ এপ্রিল পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্য়া ছুঁয়েছে ১১০। এ রাজ্য়ে করোনার কবলে পড়ে মৃত্য়ু হয়েছে এখনও পর্যন্ত ৭ জনের।

পশ্চিমবঙ্গে ১৩ এপ্রিল পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্য়া ছুঁয়েছে ১১০। এ রাজ্য়ে করোনার কবলে পড়ে মৃত্য়ু হয়েছে এখনও পর্যন্ত ৭ জনের।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ছবি: শশী ঘোষ

বাংলায় করোনা আক্রান্তের সংখ্য়া একশো ছাড়াল। পশ্চিমবঙ্গে ১৩ এপ্রিল পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্য়া ছুঁয়েছে ১১০। এ রাজ্য়ে করোনার কবলে পড়ে মৃত্য়ু হয়েছে এখনও পর্যন্ত ৭ জনের। রাজ্য় স্বাস্থ্য় দফতরের দেওয়া মেডিক্য়াল বুলেটিনে এমনটাই জানানো হয়েছে।

Advertisment

করোনা আবহে বাড়িতেই নববর্ষ উদযাপন বঙ্গবাসীর। করোনা আবহে এবার পয়লা বৈশাখের আনন্দ ম্লান বঙ্গভূমিতে। পয়লা বৈশাখের আগে চৈত্র সেলের বিকিকিনিও মার খেয়েছে। করোনা হানায় পয়লা বৈশাখে একেবারে অন্য় ছবি বাংলায়।

এদিকে, লকডাউনের জেরে রাজ্য়ের আর্থিক ক্ষতি ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে। করোনা আবহে লকডাউনের জেরে রোজ ৫৫ কোটি টাকার রাজস্ব আয় হারাচ্ছে মমতা সরকার। সবমিলিয়ে ৩০ তারিখ পর্যন্ত রাজ্য়ের লোকসানের অঙ্ক দাঁড়াবে ১৭০০ কোটি টাকা। এমনটাই জানিয়েছেন রাজ্য়ের অর্থ দফতরের শীর্ষ আধিকারিকরা।

Advertisment

করোনায় বাংলায় বেশ কয়েকটি এলাকাকে 'স্পর্শকাতর' হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই জায়গাগুলির মধ্য়ে হাওড়া জেলার একাংশ রয়েছে বলে খবর। জানা যাচ্ছে, রাজ্য়ের করোনায় 'স্পর্শকাতর' এলাকাগুলিতে লকডাউন কঠোরভাবে পালন করার জন্য় তৎপর হয়েছে প্রশাসন।

এদিকে, করোনা মোকাবিলায় ৩ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধির ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন জাতির উদ্দেশে ভাষণে মোদী ঘোষণা করেন যে, ‘হটস্পট ও নতুনভাবে হটস্পট হতে পারে এমন এলাকায় ২০ এপ্রিল পর্যন্ত কড়া নজরদারি চলবে। যেখানে পরিস্থিতি স্বভাবিক সেখানে কিছু ছাড় দেওয়া হতে পারে।’ বুধবার প্রকাশিত হবে লকডাউনের গাইডলাইন। ভারতে করোনা পজেটিভের সংখ্যা দশ হাজার ছাড়িয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুসারে দেশে মোট করোনা আক্রান্ত ১০,৩৬৩ জন। যাঁদের মধ্যে ১০৩৫ জন সুস্থ হয়ে উঠেছেন। মৃত্যুর সংখ্যাও বেড়ে হয়েছে ৩৩৯।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
West Bengal coronavirus