/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/04/corona-bengal-2.jpg)
লকডাউন অমান্য করার ছবি বাংলাতেও। ফাইল চিত্র।
বাংলায় গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্য়ু হয়েছে ৪ জনের। বৃহস্পতিবার প্রথমে এমন তথ্য়ই জানানো হয় নবান্নের তরফে। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে এক আধিকারিক জানিয়েছেন, ''বাংলায় গত ২৪ ঘণ্টায় মৃত্য়ু সংখ্য়া ৪, মোট সংখ্য়া ৭'। নবান্নের তরফে প্রথমে জানানো হয়েছিল, রাজ্য়ে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত মোট ৫৩ জন। করোনায় এ রাজ্য়ে সুস্থ হয়েছেন ৩ জন।
যদিও পরে সাংবাদিক বৈঠক করে মুখ্য়সচিব ব্য়াখ্য়া দেন, ''৫৩ জনের মধ্য়ে ৩ জন সুস্থ। তাহলে কেসের সংখ্য়া ৫০। ৫০ জনের মধ্য়ে ৯ জনের দ্বিতীয় পরীক্ষা নেগেটিভ, তাহলে সংখ্য়াটা ৪১। কিছু লোক ছিল, কারও হার্টের অসুখ ছিল, কারও কিডনির সমস্য়া ছিল, এমন ৪ জনের মৃত্য়ু করোনায় কিনা জানা যায়নি। তাঁদেরকে এই ৫৩ জনের তালিকায় রাখা হয়েছিল। আরও ৩ জনের মৃত্য়ু হয়েছে। তাহলে সংখ্য়াটা ৩৪। এখন আমাদের রাজ্য়ে করোনা আক্রান্তের সংখ্য়া ৩৪''
দেশের অন্য়ান্য় রাজ্য়ের মতো করোনার বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে বাংলাও। ভাইরাস মোকাবিলায় কার্যত উঠেপড়ে লেগেছে মমতা সরকার। এদিকে, আজও প্রশাসনের নির্দেশিকাকে উপেক্ষা করেই লকডাউন না মানার ছবি সামনে এসেছে। কলকাতার একাংশে যেমন লকডাউন অমান্য় করা ছবি চোখে পড়েছে, তেমনই কয়েকটি জেলাতেও রাস্তায় মানুষের ভিড় দেখা গিয়েছে। অন্য়দিকে, আজ করোনা পরিস্থিতিতে সব রাজ্য়ের মুখ্য়মন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর।
মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেছেন, ''আগামী ২ সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ। দয়া করে লকডাউন মেনে চলুন। অযথা বাজারে ভিড় করবেন না। এই পরিস্থিতিতে আগুন নিয়ে খেলবেন না। নিজেকে ভাল রাখতে বাড়িতে থাকুন। এ সময় সেদ্ধ ভাত খান, কিন্তু পেট ভরে খান। এই লড়াই সকলে মিলে লড়তে হবে। রাস্তাঘাটে ঘুরবেন না, আড্ডা মারবেন না”।
আরও পড়ুন: “প্রতিশ্রুতি মতো দেওয়া হচ্ছে না রেশন”, বিনামূল্যে রেশন বিলি ঘিরে বিশৃঙ্খল বাংলা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, “আমরা ইতিমধ্যেই ১,১১,৩৯৪টি পিপিই, ৪২,২৯৬টি এন-৯৫ মাস্ক, ১,৬২ হাজার লেয়ার মাস্ক, ৩২০০টি থার্মাল গান সরবরাহ করেছি। কেন্দ্রীয় সরকার আমাদের কোনওরকম সহযোগিতা করেনি। আমরা কোনও তৈরি সরঞ্জাম পাচ্ছি না। এ জাতীয় জিনিষ সংগ্রহ করা সময়সাপেক্ষ।”
করোনা পরিস্থিতিতে সমাজের একাংশ দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছে। কেন্দ্র ও রাজ্য় সরকার জনস্বার্থে নানা প্রকল্প ঘোষণা করেছে। এবার এই লড়াইয়ে সামিল হল বীরভূমের তারাপীঠ মন্দির কমিটি। বুধবার করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী ও মুখ্য়মন্ত্রীর ত্রাণ তহবিলে মোট আট লক্ষ টাকা সাহায্য় করল তারাপীঠ মন্দির কমিটি।
আরও পড়ুন: চিকিৎসকদের সুরক্ষামূলক সরঞ্জামের ঘাটতি মেটাতে এবার উদ্যোগী রাজ্য
এদিকে, দেশে করোনা আক্রান্তের সংখ্য়া ক্রমাগত বাড়ছে। ভারতে ভাইরাসে আক্রান্তের সংখ্য়া বেড়ে হয়েছে ১৭৬৪। করোনায় মৃতের সংখ্য়া ৫০ ছুঁয়েছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে মোদীতে বিঁধে সোনিয়া গান্ধী বলেছেন, “করোনা রুখতে লকডাউন আবশ্যিক, কিন্তু পরিকল্পনার অভাবে এই ২১ দিনের লকডাউন শ্রমিকদের জীবনে অন্ধকার এনে দিয়েছে”।