বাংলায় করোনার থাবা অব্য়াহত। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে নতুন করে ২৭১ জনের শরীরে মিলেছে কোভিড ১৯। গত ২৪ ঘণ্টায় ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলায় আরও ৮ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ২৫৩, রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এমনটাই জানা যাচ্ছে।
বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে হয়েছে ৫ হাজার ৭৭২। সোমবার পর্যন্ত রাজ্য়ে করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া বেড়ে হয়েছে ৩ হাজার ১৪১। বাংলায় করোনা মুক্ত হয়েছেন ২ হাজার ৩০৬ জন।
আরও পড়ুন: মানুষ, আর মানুষ, ভ্যানিস সামাজিক দূরত্ব
সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া ১০৪০। এরপরই রয়েছে হাওড়া (৬৩১), উত্তর ২৪ পরগনা (৪২০), হুগলি (১৩৪),দক্ষিণ ২৪ পরগনা (১০৮)।
স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার ৯ হাজার ৪৮০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ২ লক্ষ ১৩ হাজার ২৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে করোনায় সুস্থতার হার ৩৯.৯৫ শতাংশ। রাজ্য়ে মোট ৬৯টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ১৬, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৩। মোট কোভিড বেডের সংখ্য়া ৮ হাজার ৭৮৫, মোট আইসিউ বেডের সংখ্য়া ৯২০। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৩৯২টি।
আরও পড়ুন: বাংলায় লকডাউন ১৫ জুন পর্যন্ত, চালু হবে শ্যুটিং, খুলছে শপিং মল-রেস্তোরাঁ-হোটেল
এদিকে, দেশে হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। পরিসংখ্য়ানের নিরিখে রোজই নয়া রেকর্ড গড়ছে ভারত। করোনাভাইরাসে সবেথেকে বেশি আক্রান্ত দেশগুলির তালিকায় এবার সপ্তম স্থানে উঠে এসেছে ভারত।স্বাস্থ্য় মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৮ হাজার ৩৯২ জনের শরীরে থাবা বসিয়েছে ভাইরাস। করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৩০ জনের মৃত্য়ু হয়েছে দেশে। সবমিলিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্য়া ১ লক্ষ ৯০ হাজার ৫০০। ভারতে করোনায় মোট মৃত্য়ু হয়েছে ৫ হাজার ৩৯৪ জনের।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন