বাংলায় একদিনে সর্বোচ্চ সুস্থ প্রায় সাড়ে চার হাজার,তুলনায় সংক্রমণের সংখ্যা কম৷ বেড়েছে সুস্থতার হার৷ কমেছে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা৷ মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য ভবনের দেওয়া বুলেটিন অনুযায়ী, বাংলায় একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৩,৮৯১ জন৷ গতকালের তুলনায় অত্যন্ত সামান্য হলেও কমেছে সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৪,৪১৫ জন।
এ রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ৪,১৩,১১২ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৩,৭২,২৬৫ জন। বাংলায় সুস্থতার হার ৯০ শতাংশের বেশি।
দৈনিক সংক্রমণের নিরিখে প্রথমে কলকাতা। মহানগরে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৬৯ জন। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। সেখানে নতুন করে সংক্রমিত ৮৪৪ জন। তৃতীয় স্থানে রয়েছে হুগলি।
গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে বাংলার ৫৩ জনের। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭,৪০৩। কলকাতায় একদিনে করোনার বলি হয়েছেন ১৫ জন।
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান বলছে, এই একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ৪৪,১১৭ জনের। এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫০,০৩,২০৪ জনের।
রাজ্য়ে মোট ১০১টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্যে সরকারি কোভিড হাসপাতালের সংখ্যা ৪৪, বেসরকারি হাসপাতালের সংখ্যা ৫৭। মোট কোভিড বেডের সংখ্যা ১৩ হাজার ৫০৮, মোট আইসিউ বেডের সংখ্যা ১৮০৯। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ১০৯০টি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন