Advertisment

বাংলায় একদিনে করোনা আক্রান্ত ২৭৫৩, মৃত ৫০, সুস্থ ২৮৭৩

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ২ হাজার ৮৭৩ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৪ লক্ষ ৮৪ হাজার ২৫৮ জন। রাজ্য়ে সুস্থতার হার ৯৩.৭৬ শতাংশ।

author-image
IE Bangla Web Desk
New Update
coronavirus, করোনাভাইরাস

প্রতীকী ছবি।

বাড়ছে সংক্রমণ, বাড়ছে সুস্থতাও, করোনায় বাংলার ছবিটা এরকমই। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৫৩ জন। এ নিয়ে শুক্রবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ১৬ হাজার ৫০৫। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ২৩ হাজার ২৮১। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।

Advertisment

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ২ হাজার ৮৭৩ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৪ লক্ষ ৮৪ হাজার ২৫৮ জন। রাজ্য়ে সুস্থতার হার ৯৩.৭৬ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে আরও ৫০ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৮৯৬৬।

আরও পড়ুন: বাড়ছে করোনার প্রকোপ, ১ জানুয়ারি পর্যন্ত পাঞ্জাবে নাইট কার্ফু জারি

অ্য়াক্টিভ কেসের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৫৬২২। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৪৭১০), দক্ষিণ ২৪ পরগনা (১৫৩৮), হুগলি (১২৫১), হাওড়া (১১৫৫), নদিয়া (৯৪৪), পূর্ব মেদিনীপুর (৯৩৯),পশ্চিম মেদিনীপুর (৯২২)।

স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ৪২ হাজার ১৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৬৩ লক্ষ ৪০ হাজার ১৭১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ১০২টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ৪৫, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৭। মোট কোভিড বেডের সংখ্য়া ১৩ হাজার ৫৮৮, মোট আইসিউ বেডের সংখ্য়া ২৫২৩। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ১২৭৯টি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Advertisment