বাংলায় করোনায় মৃত বেড়ে ১২৬, মোট আক্রান্ত ২১৭৩

মঙ্গলবার পর্যন্ত রাজ্য়ে অ্যাক্টিভ কেসের সংখ্য়া ১৩৬৩। রাজ্য়ে মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে হয়েছে ২১৭৩। রাজ্য় করোনা মুক্ত হয়েছেন ৬১২ জন।

মঙ্গলবার পর্যন্ত রাজ্য়ে অ্যাক্টিভ কেসের সংখ্য়া ১৩৬৩। রাজ্য়ে মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে হয়েছে ২১৭৩। রাজ্য় করোনা মুক্ত হয়েছেন ৬১২ জন।

author-image
IE Bangla Web Desk
New Update
corona, করোনা

প্রতীকী ছবি।

বাংলায় করোনার থাবা অব্য়াহত। করোনায় বাংলায় মৃত বেড়ে হয়েছে ১২৬। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১০ জনের শরীরে কোভিড ১৯ মিলেছে। মঙ্গলবার পর্যন্ত রাজ্য়ে অ্যাক্টিভ কেসের সংখ্য়া ১৩৬৩। রাজ্য়ে মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে হয়েছে ২১৭৩। রাজ্য় করোনা মুক্ত হয়েছেন ৬১২ জন, স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

Advertisment

পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসচিবের পদ থেকে সরানো হল বিবেক কুমারকে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন নারায়ণ স্বরূপ নিগম। দেশ তথা রাজ্যজুড়ে করোনা সংকটের মধ্যেই মমতা সরকারের এমন সিদ্ধান্ত। এ রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্র-রাজ্য দ্বন্দ্ব চরমে। এমন পরিস্থতিতে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন: বিবেক কুমারকে কেন সরতে হল স্বাস্থ্য দফতর থেকে?

Advertisment

অন্য়দিকে, রাজ্য়ে করোনা আক্রান্তের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। তারপরই রয়েছে হাওড়া ও উত্তর ২৪ পরগনা। তবে স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে জানা যাচ্ছে, আগের থেকে অনেকটাই স্বস্তিজনক অবস্থায় রয়েছে পূর্ব মেদিনীপুর। নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে হুগলি।

করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ”কেন্দ্র রাজনীতি করছে”, সোমবার ভিডিও বৈঠকে এ অভিযোগই জানিয়েছেন মমতা। পাশাপাশি লকডাউনের মধ্য়ে ট্রেন চালুর সিদ্ধান্তের বিরোধিতা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রী।

গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে ৩ হাজার ৬০৪ জন কোভিড ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ভারতে করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে হয়েছে ৭০ হাজার ৭৫৬। করোনা মুক্ত হয়েছেন ২২ হাজার ৪৫৪ জন। দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ২৯৩। আজ রাত ৮ টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনায় লকডাউন পরিস্থিতিতে আজ দেশের উদ্দেশে কী বার্তা দেন মোদী, সেদিকেই তাকিয়ে গোটা দেশ।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus