বাংলায় করোনা উদ্বেগ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৮৩ জন। এ নিয়ে সোমবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৯৮ হাজার ৩৮৯। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৩০ হাজার ৬০৪। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ৩ হাজার ১৫৫ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লক্ষ ৬২ হাজার ১০৩ জন। রাজ্য়ে সুস্থতার হার বেড়ে হল ৮৭.৮৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে আরও ৬০ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৫৬৮২।
আরও পড়ুন: আরও কমল দৈনিক আক্রান্তের সংখ্যা, মোট সংক্রমিত ৭১ লক্ষ ছাড়াল
অ্য়াক্টিভ কেসের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৬৭১৪। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৬৫০১), দক্ষিণ ২৪ পরগনা (১৯৫৯), হাওড়া (১৬০৩),হুগলি (১৪৩৪), পূর্ব মেদিনীপুর (১৩০৪), নদিয়া (১১৫৩),পশ্চিম মেদিনীপুর (৯৯৮)।
স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার ৪০ হাজার ৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৩৭ লক্ষ ৩৩ হাজার ৬৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৯২টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ৩৭, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৫। মোট কোভিড বেডের সংখ্য়া ১২ হাজার ৭১৫, মোট আইসিউ বেডের সংখ্য়া ১২৪৩। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৭৯০টি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন