বাংলায় একদিনে করোনা আক্রান্তের সংখ্য়া খানিকটা কমল। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৯০ জন। এ নিয়ে মঙ্গলবার পর্যন্ত রাজ্য়ে মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ৮৩৮। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ১১ হাজার ৯২৭। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলায় আরও ২৪ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৯৮০। অন্য়দিকে, করোনাকে হারিয়ে একদিনে বাংলায় সুস্থ হয়েছেন ৭১৮ জন। সবমিলিয়ে বাংলায় এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ১৯ হাজার ৯৩১ জন। রাজ্য়ে সুস্থতার হার ৬০.৬৯ শতাংশ।
সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৪ হাজার ১১৩। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (২৭৮০),হাওড়া (১২৫৭), দক্ষিণ ২৪ পরগনা (১০৯৩), হুগলি (৪৪৮)।
আরও পড়ুন: বাংলায় বাড়ল লকডাউন, চলবে ১৯ জুলাই পর্যন্ত
স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ১১ হাজার ১০২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৬ লক্ষ ৩৮ হাজার ৫৪০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৮০টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ২৬, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৪। মোট কোভিড বেডের সংখ্য়া ১০ হাজার ৮৩২, মোট আইসিউ বেডের সংখ্য়া ৯৪৮। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৩৯৫টি। রাজ্য়ে মোট ৫৮২টি সরকারি কোয়ারেন্টিন সেন্টার রয়েছে।
এদিকে, ভারতে করোনা সংক্রমিতের সংখ্যা ৯ লক্ষ ছাড়িয়ে গেল। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুসারে দেশে এখনও পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৬ হাজার ৭৫২ জন। গত ২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ হয়েছেন ২৮,৪৯৮ জন। ভারতে কোভিড অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লাখ ১১ হাজার ৫৬৫ জন। সুস্থ হয়েছেন ৫ লাখ ৭১ হাজার ৪৬০ জন। করোনায় প্রাণ গিয়েছে মোট ২৩,৭২৭ জনের।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন