বাংলায় করোনায় মৃত বেড়ে ১৪৩, মোট আক্রান্ত ২,৩৭৭

বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া বেড়ে ১৩৯৪, সুস্থ হয়েছেন ৭৬৮ জন, স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।

বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া বেড়ে ১৩৯৪, সুস্থ হয়েছেন ৭৬৮ জন, স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
shamli coronavirus mistaken identity, শামলি, সামলি, উত্তরপ্রদেশ, up coronavirus mistaken identity, করোনাভাইরাস, shamli wrong coronavirus patient, up wrong coronavirus patient, india news, indian express bangla

প্রতীকী ছবি।

করোনায় কাঁপছে বাংলা। এ রাজ্য়ে করোনায় আরও ৮ জনের মৃত্য়ু হল। এ নিয়ে বাংলায় ভাইরাসে মৃতের সংখ্য়া বেড়ে হল ১৪৩। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৭ জনের শরীরে মিলেছে কোভিড ১৯। সবমিলিয়ে রাজ্য়ে মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে হয়েছে ২,৩৭৭। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া বেড়ে ১৩৯৪, সুস্থ হয়েছেন ৭৬৮ জন, স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।

Advertisment

করোনায় লকডাউনে দেশের বিভিন্ন প্রান্তে রাজ্য়ের যে সকল বাসিন্দা আটকে পড়েছেন, তাঁদের বাংলায় ফেরার জন্য় ১০৫টি বিশেষ ট্রেনের ব্য়বস্থা করা হয়েছে বলে বৃহস্পতিবার টুইট করে জানিয়েছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়।

আরও পড়ুন: ‘২০ লক্ষ কোটির প্যাকেজ বিগ জিরো, অশ্বডিম্ব’, তীব্র কটাক্ষ মমতার

অন্য়দিকে, করোনা আবহে বুধবার রাজ্য়ে একাদিক কর্মসূচির সূচনা করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। নবান্নে মুখ্য়মন্ত্রী জানান, ''১০ লক্ষ বাড়ি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে গ্রাম বাংলায়।৫০ হাজার একর জমিতে ‘মাটির সৃষ্টি’ নামের পরিবেশবান্ধব প্রকল্প চালু হতে চলেছে। লকডাউনের পর কার্যকরী ভবিষ্যৎ পরিকল্পনা স্ট্র্যাটেজি জানার জন্য সব জেলায় বিশেষ সমীক্ষা করা হবে, যা দেশে প্রথম''।

Advertisment

এছাড়াও মুখ্য়মন্ত্রী বলেন, ''রাজ্য়ে সরকারি কর্মীদের ২০২০-২১ সালে উৎসব অ্যাডহক বোনাস ৪০০০ টাকা থেকে ২০০ টাকা বাড়িয়ে ৪, ২০০ টাকা করা হল।স্যালারি সেলিং ফর এলিজিবিলিটি ফর গেটিং বোনাস ৩০ হাজার থেকে ৩৪ হাজার ২৫০ টাকা করা হল। উৎসব অ্যাডভান্স এবার ৮ হাজার থেকে বেড়ে ১০ হাজার টাকা হল। স্যালারি সেলিং ৩৪ হাজার ২৫০ টাকা থেকে ৪১ হাজার ১০০ টাকা বাড়ানো হল''।

দেশে আরও তীব্র করোনার প্রকোপ। একদিনে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৫০০ জন। ভারতে কোভিড-১৯ পজিটিভের সংখ্যা বেড়ে ৭০ হাজার ৩। কেন্দ্রের পরিসংখ্যান অনুসারে, করোনা অ্যাক্টিভ কেসের সংখ্য়া ৪৯ হাজার ২১৯। দেশে ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ২৬ হাজার ২৩৪ জন। সংক্রমণের জেরে এ দেশে মৃত্যু হয়েছে ২,৫৪৯ জনের।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus