করোনায় কাবু বাংলা, মোট মৃত ৪ হাজার পার

২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ৩ হাজার ৮৪ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লক্ষ ৭৮ হাজার ২২৩ জন। রাজ্য়ে সুস্থতার হার বেড়ে হল ৮৬.৫৫ শতাংশ।

২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ৩ হাজার ৮৪ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লক্ষ ৭৮ হাজার ২২৩ জন। রাজ্য়ে সুস্থতার হার বেড়ে হল ৮৬.৫৫ শতাংশ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রতীকী ছবি।

বাংলায় করোনা কাঁপুনি অব্য়াহত। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২১১ জন। এ নিয়ে সোমবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৫ হাজার ৯১৯। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ২৩ হাজার ৬৯৩। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।

Advertisment

এদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ৩ হাজার ৮৪ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লক্ষ ৭৮ হাজার ২২৩ জন। রাজ্য়ে সুস্থতার হার বেড়ে হল ৮৬.৫৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে আরও ৫৮ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৪০০৩।

Advertisment

আরও পড়ুন: মমতার মাস্টারস্ট্রোক! বাংলায় এবার পুরোহিত ভাতা, দেওয়া হবে বাড়িও

অ্য়াক্টিভ কেসের নিরিখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। উত্তর ২৪ পরগনায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৪৪০৯। এরপরই রয়েছে কলকাতা (৪২১৬),পশ্চিম মেদিনীপুর (১৪২৪), হুগলি (১৪১৫), দক্ষিণ ২৪ পরগনা (১৩০৪), পূর্ব মেদিনীপুর (১৩০৩), হাওড়া (১০০৫)।

স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার ৪৭ হাজার ৫৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ২৫ লক্ষ ১৭ হাজার ৫৯৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৯২টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ৩৭, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৫। মোট কোভিড বেডের সংখ্য়া ১২ হাজার ৬৭৫, মোট আইসিউ বেডের সংখ্য়া ১২৪৩। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৭৯০টি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus