বাংলায় করোনায় একদিনে আক্রান্তের সংখ্য়ার থেকে সুস্থতার সংখ্য়া বেশি। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে নতুন করে ৪০৭ জনের শরীরে মিলেছে কোভিড ১৯। অন্য়দিকে, একদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৪৩৪ জন। সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্য়ে করোনা-মুক্ত হয়েছেন ৫ হাজার ৪৯৪ জন। বাংলায় করোনায় সুস্থতার হার ৪৭.৭৯ শতাংশ, সোমবার রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলায় আরও ১০ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৪৮৫, রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এমনটাই জানা যাচ্ছে।
বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে হয়েছে ১১ হাজার ৪৯৪। সোমবার পর্যন্ত রাজ্য়ে করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া দাঁড়িয়েছে ৫ হাজার ৫১৫।
আরও পড়ুন: আজ বাংলার বড় খবর: খুলল বেলুড়মঠ-সল্টলেকে বিজেপির বিক্ষোভ-বিশেষ দায়িত্বে মুকুল
সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ১৯৯৩। এরপরই রয়েছে হাওড়া (৯১৫), উত্তর ২৪ পরগনা (৭৪৩),দক্ষিণ ২৪ পরগনা (২৭৬), হুগলি (২৪৭)।
স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার ৯ হাজার ৫০৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৩ লক্ষ ৪৩ হাজার ২৪২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৬৯টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ১৬, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৩। মোট কোভিড বেডের সংখ্য়া ৮ হাজার ৭৮৫, মোট আইসিউ বেডের সংখ্য়া ৯২০। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৩৯২টি। রাজ্য়ে মোট ৫৮২টি সরকারি কোয়ারেন্টিন সেন্টার রয়েছে।
এদিকে, ভারতে করোনার প্রকোপ অব্যাহত। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে করোনা সংক্রমিত হয়েছেন ১১,৫০০ জন। স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুসারে দেশে মোট কোভিড-১৯ পজিটিভের সংখ্যা ৩ লক্ষ ৩২ হাজারের বেশি।এ দেশে বর্তমানে কোভিড রোগীর সংখ্যা ১.৫ লাখে কিছু বেশি এবং সুস্থ হয়ে উঠেছেন প্রায় ১.৭ লক্ষ। করোনায় মোট প্রাণ হারিয়েছেন ৯,৫২০ জনের।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন