বাংলায় একদিনে করোনা আক্রান্ত ৩৭২০, মৃত ৬২

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ৩ হাজার ১৭৯ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লক্ষ ৭১ হাজার ৫৬৩ জন। রাজ্য়ে সুস্থতার হার ৮৭.৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ৩ হাজার ১৭৯ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লক্ষ ৭১ হাজার ৫৬৩ জন। রাজ্য়ে সুস্থতার হার ৮৭.৭৭ শতাংশ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রতীকী ছবি।

বাংলায় করোনার প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭২০ জন। এ নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৯ হাজার ৪১৭। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৩১ হাজার ৯৮৪। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।

Advertisment

এদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ৩ হাজার ১৭৯ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লক্ষ ৭১ হাজার ৫৬৩ জন। রাজ্য়ে সুস্থতার হার ৮৭.৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে আরও ৬২ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৫৮৭০।

আরও পড়ুন: ভ্য়াপসা গরমে কাহিল বাংলা, বৃষ্টি কি হবে?

Advertisment

অ্য়াক্টিভ কেসের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৭১০৬। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৬৮০৯), দক্ষিণ ২৪ পরগনা (১৯৭৭), হাওড়া (১৫৮৯),হুগলি (১৪৪৯), নদিয়া (১৩২৪),পূর্ব মেদিনীপুর (১২৩২),পশ্চিম মেদিনীপুর (১১৭১)।

স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ৪২ হাজার ৬৫৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৩৮ লক্ষ ৬১ হাজার ৯৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৯২টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ৩৭, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৫। মোট কোভিড বেডের সংখ্য়া ১২ হাজার ৭১৫, মোট আইসিউ বেডের সংখ্য়া ১২৪৩। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৭৯০টি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus