রাজ্যে দৈনিক করোনা সংক্রমণের হার রবিবারেও তিন হাজারে গন্ডি পেরোল। তবে শনিবারের থেকে সেই সংখ্যা কিছুটা কম। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৬ জন। রবিবার পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ১৬ হাজার ৪৯৮। বাংলায় করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৭ হাজার ২৯৯। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য জানা গিয়েছে।
এদিকে, একদিনে রাজ্যে করোনা-মুক্ত হয়েছেন ২ হাজার ৯৩৫ জন। সবমিলিয়ে বাংলায় এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৬ হাজার ৭৭১ জন। রাজ্যে সুস্থতার হার বেড়ে হল ৭৪.৪৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ৫৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মৃত বেড়ে হয়েছে ২৪২৮।
আরও পড়ুন, রাজ্যে রাজ্যে বাড়ছে সুস্থতার হার, দেশকে আশা দেখাচ্ছে দিল্লি
সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্যাক্টিভ কেসের সংখ্যা ৬ হাজার ৫১৭। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৫৪৮৪), হাওড়া (১৯৮৪), দক্ষিণ ২৪ পরগনা (২০৫৫), পূর্ব মেদিনীপুর (১৩৯৮), হুগলি (১২০২) ।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবার ৩২ হাজার ২৮৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ১৩ লক্ষ ১৪ হাজার ৭৭২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্যে মোট ৮৪টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্যে সরকারি কোভিড হাসপাতালের সংখ্যা ২৯, বেসরকারি হাসপাতালের সংখ্যা ৫৫। মোট কোভিড বেডের সংখ্যা ১১ হাজার ৭৭৫, মোট আইসিউ বেডের সংখ্যা ১২৪৩। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৭৯০টি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন