বাংলায় একদিনে করোনা আক্রান্ত ২২৯৩, সুস্থতার হার ৯৪ শতাংশ ছাড়াল

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ২ হাজার ৭৬৭ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৪ লক্ষ ৯৮ হাজার ৮৭৭ জন। রাজ্য়ে সুস্থতার হার ৯৪.৪৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ২ হাজার ৭৬৭ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৪ লক্ষ ৯৮ হাজার ৮৭৭ জন। রাজ্য়ে সুস্থতার হার ৯৪.৪৫ শতাংশ।

author-image
IE Bangla Web Desk
New Update
coronavirus, করোনাভাইরাস

প্রতীকী ছবি।

দৈনিক করোনা সংক্রমণের সংখ্য়া আবারও বাংলায় ২ হাজার ছাড়িয়েছে। তবে, স্বস্তি দিয়ে বাড়ছে সুস্থতার সংখ্য়া। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৯৩ জন। এ নিয়ে বুধবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ২৮ হাজার ২১১। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ২০ হাজার ১৪৩। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।

Advertisment

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ২ হাজার ৭৬৭ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৪ লক্ষ ৯৮ হাজার ৮৭৭ জন। রাজ্য়ে সুস্থতার হার ৯৪.৪৫ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে আরও ৪৬ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৯১৯১।

আরও পড়ুন: কলকাতায় পারদ চড়লেও সপ্তাহান্তেই জাঁকিয়ে শীত

Advertisment

অ্য়াক্টিভ কেসের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৪৭৮৯। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৩৯৯৫), দক্ষিণ ২৪ পরগনা (১২৯৯), হাওড়া (১০৭০), হুগলি (১০৩৩), পূর্ব মেদিনীপুর (৮৫৭),নদিয়া (৭৯৭),পশ্চিম মেদিনীপুর (৭৫২)।

স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার ৪২ হাজার ২৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৬৫ লক্ষ ৩৮ হাজার ৯৯২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ১০২টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ৪৫, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৭। মোট কোভিড বেডের সংখ্য়া ১৩ হাজার ৫৮৮, মোট আইসিউ বেডের সংখ্য়া ২৫২৩। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ১২৭৯টি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus