বাংলায় সংক্রমণের দাপট রযেছে ঠিকই, তবে স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ৪ হাজার ৩৭৬ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৯৮ হাজার ৯৫২ জন। রাজ্য়ে সুস্থতার হার বেড়ে ৯১.৮১ শতাংশ। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১২ জন। এ নিয়ে সোমবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৩৪ হাজার ৫৬৩। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ২৭ হাজার ৮৯৭।
গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে আরও ৫৩ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৭৭১৪।
আরও পড়ুন: আশার আলো, ৯৪.৫ শতাংশ কার্যকরী মডার্নার ভ্য়াকসিন
অ্য়াক্টিভ কেসের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৭১১৫। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৭০৭৮), হুগলি (১৭২৭), দক্ষিণ ২৪ পরগনা (১৪৫০), হাওড়া (১০৮৩), পূর্ব মেদিনীপুর (১০৫৮),পশ্চিম মেদিনীপুর (১০৪৭), নদিয়া (১০১৭)।
স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার ৩৮ হাজার ১২৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৫২ লক্ষ ৫৬ হাজার ৯২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ১০১টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ৪৪, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৭। মোট কোভিড বেডের সংখ্য়া ১৩ হাজার ৫০৮, মোট আইসিউ বেডের সংখ্য়া ১৮০৯। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ১০৯০টি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন