করোনার বাড়বাড়ন্ত অব্য়াহত বাংলায়। সোমবারও রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজারের গণ্ডি ছাড়ালো। তবে সংক্রমণের সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার হারও। রাজ্যে মৃতের সংখ্যা চিন্তা বাড়াচ্ছে।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮০ জন। এ নিয়ে সোমবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ১৯ হাজার ৫৭৮। বাংলায় করোনায় অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৭ হাজার ৪০২। রাজ্য় স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।
এদিকে, একদিনে রাজ্য়ে করোনা-মুক্ত হয়েছেন ২ হাজার ৯৩২ জন। সবমিলিয়ে বাংলায় এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৯ হাজার ৭০৩ জন। রাজ্য়ে সুস্থতার হার বেড়ে হল ৭৫.০২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে আরও ৪৫ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ২৪৭৩।
আরও পড়ুন: বিশ্বভারতীতে তুলকালাম, রাজ্য়পাল-মুখ্য়মন্ত্রী কথা
সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৬ হাজার ৪২৪। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৫৫৬১), হাওড়া (১৯৯৯), দক্ষিণ ২৪ পরগনা (২০১৮), পূর্ব মেদিনীপুর (১৪২৫), হুগলি (১১৭২) ।
স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার ৩২ হাজার ৩১৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ১৩ লক্ষ ৪৭ হাজার ৯১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৮৪টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ২৯, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৫। মোট কোভিড বেডের সংখ্য়া ১১ হাজার ৭৭৫, মোট আইসিউ বেডের সংখ্য়া ১২৪৩। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৭৯০টি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন