Advertisment

করোনার দাপট, বাংলায় একদিনে আক্রান্ত ৩১৭৫, মৃত ৫৫, সুস্থ ২৯৮৭

একদিনে রাজ্য়ে করোনা-মুক্ত হয়েছেন ২ হাজার ৯৮৭ জন। সবমিলিয়ে বাংলায় এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৯২ হাজার ৬৯০ জন। রাজ্য়ে সুস্থতার হার বেড়ে হল ৭৫.৫১ শতাংশ।

author-image
IE Bangla Web Desk
New Update
coronavirus, করোনাভাইরাস

প্রতীকী ছবি।

বাংলায় একদিনে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্য়া যেমন বাড়ল, তেমনই বাড়ল সুস্থতার হারও। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৭৫ জন। এ নিয়ে মঙ্গলবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২২ হাজার ৭৫৩। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ২৭ হাজার ৫৩৫। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।

Advertisment

এদিকে, একদিনে রাজ্য়ে করোনা-মুক্ত হয়েছেন ২ হাজার ৯৮৭ জন। সবমিলিয়ে বাংলায় এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৯২ হাজার ৬৯০ জন। রাজ্য়ে সুস্থতার হার বেড়ে হল ৭৫.৫১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে আরও ৫৫ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ২৫২৮।

আরও পড়ুন: সাগরে ফের নিম্নচাপ, টানা ৩ দিন বৃষ্টি দক্ষিণবঙ্গে

সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৬ হাজার ৩৭১। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৫৬০৭), হাওড়া (১৯৫৮), দক্ষিণ ২৪ পরগনা (১৯৯৭), পূর্ব মেদিনীপুর (১৪৩৬), হুগলি (১১৬৬) ।

স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ৩৫ হাজার ১০৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ১৩ লক্ষ ৮২ হাজার ১৯৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৮৪টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ২৯, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৫। মোট কোভিড বেডের সংখ্য়া ১১ হাজার ৭৭৫, মোট আইসিউ বেডের সংখ্য়া ১২৪৩। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৭৯০টি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus
Advertisment