Advertisment

স্বস্তি! ধীরে ধীরে বাংলায় কমছে অ্য়াক্টিভ করোনা কেস

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ২ হাজার ৭২৯ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৫ লক্ষ ৪ হাজার ৩৫৩ জন। রাজ্য়ে সুস্থতার হার ৯৪.৬৮ শতাংশ।

author-image
IE Bangla Web Desk
New Update
coronavirus, করোনাভাইরাস

প্রতীকী ছবি।

বছর শেষে বাংলায় আশার আলো দেখা যাচ্ছে। ধীরে ধীরে কমছে করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৩৯ জন। এ নিয়ে শুক্রবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৩২ হাজার ৬৯৫। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ১৯ হাজার ৬৫। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।

Advertisment

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ২ হাজার ৭২৯ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৫ লক্ষ ৪ হাজার ৩৫৩ জন। রাজ্য়ে সুস্থতার হার ৯৪.৬৮ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে আরও ৪২ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৯২৭৭।

আরও পড়ুন: বাংলায় কনকনে ঠান্ডার কাঁপুনি, নামছে পারদ

অ্য়াক্টিভ কেসের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৪৫৮৫। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৩৭৩৭), দক্ষিণ ২৪ পরগনা (১২৪৭), হাওড়া (১০৬৮), হুগলি (৯৯৫), পূর্ব মেদিনীপুর (৮১৯),পশ্চিম মেদিনীপুর (৭১৮),নদিয়া (৭৫১)।

স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ৪২ হাজার ৩৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৬৬ লক্ষ ২৩ হাজার ৮২০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ১০২টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ৪৫, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৭। মোট কোভিড বেডের সংখ্য়া ১৩ হাজার ৫৮৮, মোট আইসিউ বেডের সংখ্য়া ২৫২৩। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ১২৭৯টি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus
Advertisment