করোনার দাপট রয়েছে, সেইসঙ্গে বাংলায় পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতাও। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ৪ হাজার ৪২৯ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৪ লক্ষ ৭ হাজার ৭৬৯ জন। রাজ্য়ে সুস্থতার হার বেড়ে ৯২.২৮ শতাংশ। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৬৮ জন। এ নিয়ে বুধবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৪১ হাজার ৮৮৫। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ২৬ হাজার ২৯৬।
গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে আরও ৫৪ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৭৮২০।
আরও পড়ুন: করোনা ভ্য়াকসিন ৯৫ শতাংশ কার্যকরী, ট্রায়াল শেষে দাবি ফাইজারের
অ্য়াক্টিভ কেসের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৬৯০২। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৬৮১০), হুগলি (১৫৬৪), দক্ষিণ ২৪ পরগনা (১৩৪৭), হাওড়া (১০৪৮), নদিয়া (১১১৩), পূর্ব মেদিনীপুর (৯৪৫),পশ্চিম মেদিনীপুর (৮৮৫), ।
স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার ৪৪ হাজার ৫১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৫৩ লক্ষ ৪৫ হাজার ৬৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ১০১টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ৪৪, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৭। মোট কোভিড বেডের সংখ্য়া ১৩ হাজার ৫০৮, মোট আইসিউ বেডের সংখ্য়া ১৮০৯। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ১০৯০টি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন