বাংলায় একদিনে করোনায় আক্রান্ত ৩৫৫, সুস্থ ৩০২

কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ২ হাজার ২১২। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৭৫৮),হাওড়া (৫১৫), দক্ষিণ ২৪ পরগনা (৩১৮), হুগলি (২৬১)।

কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ২ হাজার ২১২। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৭৫৮),হাওড়া (৫১৫), দক্ষিণ ২৪ পরগনা (৩১৮), হুগলি (২৬১)।

author-image
IE Bangla Web Desk
New Update
coronavirus, করোনাভাইরাস

প্রতীকী ছবি।

বাংলায় একদিনে আরও ৩৫৫ জনের শরীরে মিলল করোনাভাইরাস। এ নিয়ে শুক্রবার পর্যন্ত রাজ্য়ে মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯০। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৫ হাজার ২৫৮। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে আরও ১১ জনের মৃত্য়ু হয়েছে, এ নিয়ে মৃতের সংখ্য়া বেড়ে হল ৫২৯।

Advertisment

গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনা-মুক্ত হয়েছেন ৩০২ জন। সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্য়ে করোনায় মোট সুস্থ হয়ে উঠেছেন ৭ হাজার ৩০৩ জন। বাংলায় করোনায় সুস্থতার হার বেড়ে হয়েছে ৫৫.৭৯ শতাংশ, রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।

সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ২ হাজার ২১২। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৭৫৮),হাওড়া (৫১৫), দক্ষিণ ২৪ পরগনা (৩১৮), হুগলি (২৬১)।

আরও পড়ুন: আজ বাংলার বড় খবর: বীরভূমে শেষকৃত্য সম্পন্ন শহিদ রাজেশের-গার্হস্থ্য হিংসা বাড়ছে বাংলায়-করোনা চিকিৎসায় অতিরিক্ত অর্থ নয়

Advertisment

স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ১০ হাজার ৩২১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৩ লক্ষ ৮০ হাজার ৬১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৭৭টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ২৪, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৩। মোট কোভিড বেডের সংখ্য়া ১০ হাজার ৩২৭, মোট আইসিউ বেডের সংখ্য়া ৯৪৮। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৩৯৫টি। রাজ্য়ে মোট ৫৮২টি সরকারি কোয়ারেন্টিন সেন্টার রয়েছে।

এদিকে,গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩,৫৮৬ জন। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুসারে দেশে মোট কোভিড-১৯ পজিটিভের সংখ্যা ৩ লাখ ৮০ হাজার ৫৩২ জন। ভারতে কোভিড রোগীর সংখ্যা ১ লাখ ৬৩ হাজার ২৪৮ জন হলেও করোনা জয়ীর সংখ্যা ২ লক্ষ ছাড়িয়েছে। বর্তমানে দেশে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৪ হাজার ৭১১ জন। ভারতে করোনায় মৃত্যু হয়েছে মোট ১২,৫৭৩ জনের।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus